গোবিপ্রবি সাইন্স ক্লাবের নেতৃত্বে সাকিব-মুসা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের সংগঠন গোবিপ্রবি বিজ্ঞান ক্লাবের কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬) গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ শাকিবুল আলম নির্জন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ সায়েম উদ্দীন মুসা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) বিকেলে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন মো. আলিফ আফ্রিদি, মাশফিকুর রহমান নিলয়, অর্ণব মন্ডল এবং নাফিসা তাবাসসুম । যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলে রাব্বী, মো. ফজলুল করিম সাবিত, অনিন্দিতা কবীর, রায়হান হোসেন রাজা এবং নভরীন জাহান প্রমি। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তাওহিদুর রহমান এবং মো. এ আই-আমিন নিশান। তাদের সহকারী হিসেবে কাজ করবেন সৌরভ সেন, খানদার ময়ূর ইসলাম ও মারিয়া সুলতানা।
কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আনিকা রহমান নিশি এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আছেন মো. রুহানুদ্দিন রাব্বানী ও উম্মে হাবিবা হাসু। দপ্তর সম্পাদক হয়েছেন মো. বারাকাত উল্লাহ মিহান, আর সহকারী দপ্তর সম্পাদক হিসেবে আছেন আশিকুজ্জামান হেলাল ও সাদিয়া মেহনাজ সাইলা। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. যুবায়ের এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে থাকছেন মো. আশিক আরিফ, মো. হাফিজুল ইসলাম ও নাদিদুল ফেরদৌস নাদিয়া। এইচআরএম সম্পাদক হিসেবে মো. মজাম্মেল খান এবং সহকারী এইচআরএম সম্পাদক হিসেবে সামিয়া আক্তার স্নিগ্ধা দায়িত্ব পালন করবেন।আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম এবং তার সহকারী হিসেবে থাকবেন শামিম হাসান আকাশ। যোগাযোগ ও প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান নয়ন নির্বাচিত হয়েছেন।সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো কামরুজ্জামান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সায়েম উদ্দিন মুসা বলেন, "বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রচার ও প্রসারে কাজ করে যাবো যাতে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে পারে। সবার সহযোগিতা কাম্য।"
সভাপতি শাকিবুল আলম নির্জন বলেন, "বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে বশেমুরবিপ্রবি সাইন্স ক্লাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা চাই, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা আরও জনপ্রিয় হোক এবং বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে তারা দেশ ও বিশ্বের কল্যাণে ভূমিকা রাখুক।"
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি