জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু) -২০২৫ এ স্বতন্ত্র প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আবুবকর সম্পদ। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে তার ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন। সাংবাদিক সম্পদ তার ফেসবুক প্রোফাইলে লিখেন, 'আমি দীর্ঘ দিন ক্যাম্পাস সাংবাদিকতা করে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখেছি। এছাড়া জুলাই আন্দোলন, আবাসন ভাতা আন্দোলন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলনে সবসময় প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ এবং তা দেশের জাতীয় পত্রিকা তে তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘ আন্দোলন, সংগ্রামের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন 'জকসু' নির্বাচন। শিক্ষার্থীদের কন্ঠস্বর প্রশাসনের কাছে তুলে ধরতে এবং জকসুতে নির্বাচিত সদস্যদের প্রশ্নের মুখোমুখি করতে এ নির্বাচনে আমি স্বতন্ত্র প্যানেলে কেন্দ্রীয় সংসদে "কার্যনির্বাহী সদস্য" পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।' আরও বলেন, 'আমি 'প্রতিশ্রুতি নয়, প্রমাণ নিয়ে আসবো' স্লোগানকে সামনে রেখে- শিক্ষার্থীদের আবাসন ভাতা জানুয়ারির মধ্যে নিশ্চিত করা, আবাসন সংকট দূর করা, খাবারের মান বাড়ানো, ক্যাম্পাস পরিষ্কার রাখা, লাইব্রেরি বড় করা, মেডিকেল সেন্টারের উন্নয়ন সাধন করা, বাসের সংকট দূর করা, ক্যাম্পাসে বসার জায়গার সমস্যা দূর করা নিয়ে প্রশাসন ও জকসুতে নির্বাচিত ব্যাক্তিদের জবাবদিহিতার মধ্যে রেখে এইসকল সমস্যার সমাধান করার চেষ্টা করতে চাই।' সাংবাদিক থেকে নির্বাচন করার যৌক্তিকতা হিসেবে তিনি লিখেন, 'আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার ফলে এসকল সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে মোটামুটি অবগত রয়েছি। আমার পেশাদারিত্বের সেই সুযোগ কে কাজে লাগিয়ে ও শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে উচ্চ কণ্ঠে এসকল সমস্যা সমাধানের জন্য কাজ করে যেতে চাই।' এছাড়াও তিনি তার সকল প্রতিশ্রুতি পালনের নিশ্চয়তা দেন এবং পালন করতে না পারলে ব্যর্থতা শিকার করে পদত্যাগের ঘোষণা দেন। কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সম্পদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সকল কিছুতেই কম বেশি পরিবর্তন এসেছে। তাই রাজনীতিতেও পরিবর্তন দরকার। রাজনৈতিক ব্যক্তির বাহিরের মনুষদেরও শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন। সেই ইচ্ছে থেকেই আমি নির্বাচন করবো। এখন পর্যন্ত কেনো প্রার্থী প্রতিশ্রুতি পালন না করতে পারলে পদত্যাগের ঘোষণা দিতে পারে নি। আমার ক্ষমতার লোভ নেই। তাই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে আমি ব্যর্থতা মেনে নিবো। তবে আশা করি আমি অবশ্যই পারবো।
Aminur / Aminur
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত