ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ১২:৩৬

ব্রায়ান বেনেটের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা একেবারেই সদামাটা। প্রথম ছয় ম্যাচে সবমিলিয়ে একশ রানও করতে পারেননি তিনি। নিজের সপ্তম ওয়ানডে খেলতে নেমে ঘুরে গেল ভাগ্যের চাকা! পেলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা! সেটাও আবার দেড়শ ছাড়ানো ম্যারাথন ইনিংসে। যাতে রেকর্ডও গড়েছেন এই রোডেশিয়ান। 

গতকাল শুক্রবার হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। যেখানে দলের হয়ে একাই ১৬৩ বলে ১৬৯ রান করেন বেনেট। এই ইনিংস খেলা পথে ২০ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন বেনেট।

২১ বছর ৯৬ দিন বয়সে এই সেঞ্চুরি করেছেন বেনেট। এত কম বয়সে জিম্বাবুয়ের হয়ে আর কেউই দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। আর ওয়ানডে ইতিহাসে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বেনেট। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল, বিরাট কোহলিদের মতো তারকাদের।

গেইল আছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে। ২০০১ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন গেইল। তখন তার বয়স ছিল ২১ বছর ৩২৮ দিন। কোহলি আছেন নবম স্থানে। ২০১২ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২৩ বছর ১৩৪ দিন বয়সে।

এই তালিকায় সেরা তিনে আছেন বাংলাদেশেরও একজন। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেন তামিম। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন। যা আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে দেড়শ রানের ইনিংসের তালিকায় দ্বিতীয়।

এই তালিকায় শীর্ষে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০১০ সালে কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২০ বছর ৪ দিন। দুইয়ে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি ২০ বছর ৩৫৩ দিন বয়সে।

এমএসএম / এমএসএম

ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

মাঠে বার্তা পাঠিয়েছিলেন গম্ভীর, যে পরিকল্পনায় সফল শুভমান

হৃদয়-জাকেরের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ

উড়ন্ত ভারতের সামনে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ড্রেসিংরুমে অশান্তি, যা জানা যাচ্ছে

রিশাদকে নিয়ে বড় স্বপ্ন শান্ত-সাকিবদের

প্রস্তুতি ম্যাচ যেন বাংলাদেশের ‘রিয়েলিটি চেক’

যুব কাবাডি যে স্বপ্ন দেখাচ্ছে

৫০৩ দিন পর অবশেষে নেইমারের গোল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু