১৬৯ রানের ইনিংসে গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার
ব্রায়ান বেনেটের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা একেবারেই সদামাটা। প্রথম ছয় ম্যাচে সবমিলিয়ে একশ রানও করতে পারেননি তিনি। নিজের সপ্তম ওয়ানডে খেলতে নেমে ঘুরে গেল ভাগ্যের চাকা! পেলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা! সেটাও আবার দেড়শ ছাড়ানো ম্যারাথন ইনিংসে। যাতে রেকর্ডও গড়েছেন এই রোডেশিয়ান।
গতকাল শুক্রবার হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। যেখানে দলের হয়ে একাই ১৬৩ বলে ১৬৯ রান করেন বেনেট। এই ইনিংস খেলা পথে ২০ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন বেনেট।
২১ বছর ৯৬ দিন বয়সে এই সেঞ্চুরি করেছেন বেনেট। এত কম বয়সে জিম্বাবুয়ের হয়ে আর কেউই দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। আর ওয়ানডে ইতিহাসে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বেনেট। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল, বিরাট কোহলিদের মতো তারকাদের।
গেইল আছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে। ২০০১ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন গেইল। তখন তার বয়স ছিল ২১ বছর ৩২৮ দিন। কোহলি আছেন নবম স্থানে। ২০১২ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২৩ বছর ১৩৪ দিন বয়সে।
এই তালিকায় সেরা তিনে আছেন বাংলাদেশেরও একজন। ২০০৯ সালে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেন তামিম। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন। যা আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে দেড়শ রানের ইনিংসের তালিকায় দ্বিতীয়।
এই তালিকায় শীর্ষে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০১০ সালে কানাডার বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২০ বছর ৪ দিন। দুইয়ে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন তিনি ২০ বছর ৩৫৩ দিন বয়সে।
এমএসএম / এমএসএম
টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি
বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক