জামায়াত ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করবে: আব্দুল জব্বার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী'র উদ্যোগে কর্মী সম্মেলন শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার। প্রধান অতিথি তার বক্তব্যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, দিনের ভোট রাতে যারা করেছে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবেনা, হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাসি কার্যকর করতে হবে। স্বৈরশাসকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবেনা, হাসিনার প্রেতাত্মাদের সরিয়ে এবং খুনি হাসিনার বিচার শেষ করে তারপর নির্বাচন দিতে হবে। জামায়াত ক্ষমতায় আসলে নারীদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করবে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম আর কোন চাঁদাবাজ থাকবে না, আর কোন সন্ত্রাসবাদ থাকবে না, কিন্তু আবারও চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে, বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজ, হুমকিবাজ মামলাবাজ সন্ত্রাসবাদদের খুঁজে পাওয়া যায়। এসব জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। জামায়াতে ইসলামের দুই দুজন মন্ত্রী ছিলেন, তাদের কোন অন্যায় দুর্নীতি খুঁজে পায়নি। মজলুম জননেতা আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, দ্রুত জামায়াতের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
নবীনগর পৌর সভা জামায়াতে ইসলামীর আমির মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে, পৌর সেক্রেটারী আবুল বাশার ও রাজনৈতিক সেক্রেটারি মোঃ আমির হোসাইন এর যৌথ সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা'র সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা'র সদস্য,সাবেক জেলা জামায়াতে ইসলামী আমির কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোবারক হোসেন আকন্দ, বাংলাদেশ ল'য়ারস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মেসবাহ্ উদ্দিন নাঈম, ইসলামী ছাত্রশিবির নবীনগর পৌরসভা আমির গোলাম কিবরিয়া মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম,জাহাঙ্গীর জলিল,আবু হানিফ, হোসেন শিকদার, আমীর হোসেন প্রমূখ।
এমএসএম / এমএসএম
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা
বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন
ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ