নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রছুল্লবাদ ইউনিয়ন পরিষদে গতকাল মঙ্গলবার সকালে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান খন্দকার মনির হোসেন এর সভাপতিত্বে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ওবাইদুল হক সৌরভ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তারেক খান, অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত সভার সার্বিক তদারকি করেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।
উপস্থিত বক্তারা বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হলো গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। গ্রাম আদালতের এখতিয়ার সম্পূর্ণ মামলা অন্য কোন আদালত গ্রহণ করতে পারে না, গ্রাম আদালতে মামলা করলে কোন আইনজীবীর প্রয়োজন হয় না। যার কারণে মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য বিচারকের উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল ৫ জন। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাক্ষী দেওয়ার কোন সুযোগ থাকে না। এছাড়াও গ্রাম আদালতে মামলার আবেদনপত্রে কি কি তথ্য দেওয়া লাগে সে বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভার পূর্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই আগস্টের বিবর্তনে শাহাদাত বরণকারী বাংলা মায়ের সেইসব অকুতবয় সূর্য সন্তানদের, যাদের রক্ত ভেজের লাশের উপর দাঁড়িয়ে লেখা হয়েছে গণতন্ত্র পুনরো উদ্যানের এক নতুন ইতিহাস।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
