ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বারহাট্টায় জমে উঠেছে ইফতার বাজার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ২:২৫

বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস রমজান। ইফতারের জন্য ঘরে ঘরে খাবার তৈরি হলেও বাইরের খাবারের প্রতি আকর্ষণ থাকে রোজাদারদের। অন্যান্য বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকেই বারহাট্টার বিভিন্ন এলাকার হাট-বাজার, পাড়া-মহল্লা, অলি-গলিতে ইফতার তৈরির ব্যস্ততা। হরেক রকম ইফতার সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

সরেজমিনে উপজেলা সদরের গোপালপুর বাজার, আসমা বাজার, বাউসী বাজার, ফকিরের বাজার, সাহতা বাজার, নৈহাটি বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখাগেছে, দুপুর গড়িয়ে বিকেল হতেই মানুষের ভিড় বাড়তে শুরু করে ইফতার সামগ্রী বিক্রির দোকান গুলোতে। ইউনিয়ন পর্যায়ের দোকান গুলোর ইফতার সামগ্রী থেকে উপজেলা সদরের দোকান গুলোতে ইফতার সামগ্রীর দামের পার্থক্য পিস প্রতি ৫ থেকে ১০ টাকা। আর যেসব সামগ্রী কেজি দরে বিক্রি হচ্ছে সেখানে দামের পার্থক্য ১০ থেকে ২০ টাকা।

উপজেলা সদরের গোপালপুর বাজারের আয়োজন রেঁস্তোরার মালিক রাসেলের সাথে কথা বললে তিনি বলেন, বেগুনি, আলুর চপ, পিঁয়াজু প্রতি পিস ১০ টাকা করে বিক্রি হচ্ছে। ডিমের চপ প্রতি পিস ২০ টাকা, মোটা জিলাপি প্রতি কেজি ৩০০ টাকা আর চিকন জিলাপি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। বুরিন্দা ২৪০ টাকা কেজি, সিদ্ধ বুট ও নিমকি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

বিক্রেতা আরও বলেন, গত বছর যে দামে ইফতার সামগ্রী বিক্রি করেছি এবারও সে দামেই বিক্রি করছি। তবে ইফতার তৈরির জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাইজ একটু ছোট করেছি। কাঁচামালের দাম কিছুটা বাড়লেও ইফতার সামগ্রীর দাম আমরা বাড়াইনি।

বাউসী বাজারের ইফতার সামগ্রী বিক্রেতা মো. ইব্রাহিম বলেন, আলুর চপ ও পিঁয়াজু প্রতি পিস ৫ টাকা করে বিক্রি করছি তবে বেগুনের দাম বেশি থাকায় বেগুনির দাম প্রতি পিস ১০ টাকা। রোজার প্রথম দিন থেকেই জমজমাট বেচাকেনা চলছে। ইফতার তৈরির জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

ইফতার তৈরির বিষয়ে জানতে চাইলে কারিগর হারুন ও মহিউদ্দিন জানান, সকাল থেকেই আমরা নানা উপকরণ রেডি করে জিলাপি, ছোলা, আলুর চপ, বেগুনী, বুরিন্দাসহ নানা ধরনের মুখরোচক পদ তৈরি করছেন তারা। রোজা রেখেই এসব কাজ করে যাচ্ছেন তারা।

গোপালপুর বাজারের ভ্যান চালক করিম, বাউসী বাজারের মানিক ও দিনমজুর কালা চান মিয়ার সাথে কথা বললে তারা বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করে ৪০০-৫০০ টাকা রোজগার করি। এখন আগের মতো আয় নেই। আয়ের চেয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। রোজাতেও বাজারে জিনিসপত্রের দাম কমেনি। উল্টো কিছু পণ্যের দাম বেড়েছে। ইফতার কিনতে গেলেই নূন্যতম ২০০-২৫০ টাকা লাগে। এই অবস্থায় কম আয় দিয়ে কীভাবে প্রতিদিন ইফতার করব?

ইফতার কিনতে আসা সাংবাদিক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, ব্যস্ততা ও নানা ঝামেলার কারণে প্রতিবারই রোজায় ইফতারের কিছু আইটেম বাইরে থেকে কিনতে হয়। ইফতারের আয়োজনকে ঘিরেই মূলত উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার বাজারে প্রতি রোজায় দুপুরের পর থেকে উৎসবের আমেজ বিরাজ করে। রোজায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের বাজার তদারকির জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি