ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতি বন্ধ হবে কবে?

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ বা রাজউক এ অনিয়ম, দুর্নীতির সাজা লোক দেখানো, এর প্রমাণ ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের অকল্পনীয় দুর্নীতির কারনে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ ও সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর আবুল কালাম আজাদকে ২০২৩ সালে জোন ৪/১ থেকে বদলি করে জোন ০৮ এ পাঠানো হয়। জানা গেছে আবুল কালাম আজাদ সদ্য সাবেক দুর্নীতিগ্রস্থ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ ছিদ্দিকুর রহমান সরকারকে খুশী করে পূনরায় জোন ৩/২ ফিরে এসেছেন। ২০২৩ সালে এই দুর্নীতিবাজ ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদকে নিয়ে সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। ২৪ জানুয়ারি প্রকাশিত সংবাদের শিরোনাম “নির্মাণে রাজউকের অনুমতি নেই, বিক্রি হচ্ছে ফ্ল্যাট” । ০৬ ফেব্রুয়ারী প্রকাশিত সংবাদের শিরোনাম "রাজউক আমার হাতের মুঠোয় বলে হুমকি ভবন মালিকের", এই ভবন মালিক বদিউল আলমের এমন আচরনের শক্তিও ছিলেন এই আবুল কালাম আজাদ। ১৯ ফেব্রুয়ারী ২০২৩ এ প্রকাশিত সংবাদের শিরোনাম "রাজউকের শত্রু রাজউক কর্মকর্তা, দুধ কলা দিয়ে কাল সাপ পোষার ভূমিকায় ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ”। বদিউল আলমের ৩/৫ হোল্ডিং-দক্ষিন আনন্দ নগর, আনসার ক্যাম্প এলাকায় অনুমোদনহীন ভবন পরিদর্শনে গিয়ে মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে এমআরএ সনদ ছাড়া অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী ও অনুমোদনহীন ভবনের মালিক বদিউল আলমের সাথে মোটা অংকের টাকা লেনদেন এর মাধ্যমে সখ্যতা গড়ে উঠে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের। বর্তমানে এই অবৈধ ভবনটি দেখতে দেখতে ১০ তলায় রূপান্তর হয়েছে। গত ০৬ ফেব্রুয়ারী ২০২৩ প্রকাশিত “রাজধানীর পূর্ব বাড্ডায় অবৈধ্য বাড়ি নির্মাণের হিড়িক, নিশ্চুপ রাজউক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল একই। অবৈধ্য ভবন মালিকদের সাথে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের সমঝোতার খবর প্রকাশ্যে এসেছে একাধিকবার । ১২ মার্চ ২০২৩ এ “বাড্ডা এলাকায় গড়ছেন বহুতল মৃত্যু কুপ, দৃষ্টি গোচর হয়না রাজউকের” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রকাশের পরেও রাজউককে নিশ্চুপ থাকার বিষয়টি মনে প্রশ্ন জাগায় কত প্রাণ গেলে সচেতন হবে রাজউক?
এত অপকর্ম করে পার পেয়ে যাওয়ার পরে বর্তমানে আরও ভয়ংকর হয়ে উঠেছেন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ। তার কর্ম এলাকায় আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন গড়ে তোলা কয়েকটি ভবনের বিষয়ে তাকে তথ্য উপাত্ত দিলে প্রথমে সে এই বিষয় আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সূত্রমতে জানা যায় তিনি অনুমতি ছাড়া আবাসিক থেকে বাণিজ্যিক ভবনে রূপান্তর করা একটি ভবনকে সুরক্ষিত রাখার শর্তে রাইসা বিল্ডার্সের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহন করেছেন। এই বিষয়ে কথা বলার জন্য মহাখালী জোন-৩ এর পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়ার সাথে কথা বলতে গেলে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ এই বিষয় জানতে পেরে আরেক দুর্নীতি পরায়ন ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে সঙ্গে নিয়ে কৌশলে সাংবাদিকদের সোলাইমানের রুমে ডেকে নিয়ে সাংবাদিকদের অপদস্থ করে। বর্তমানে এই দুর্নীতিপরায়ন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ কোন আইনের তোয়াক্কা না করে সকল প্রকার অপকর্মের মাধ্যমে যা খুশি তাই করে বেড়াচ্ছেন।
রাইসা বিল্ডার্সের ঐ ভবনের বিষয়ে সকালের সময়ের প্রতিবেদক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন ঐ বিল্ডিংয়ে অনেক আগেই নোটিশ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা কবে নাগাদ নেয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন এটা সময়ের ব্যাপার। কতটা সময় লাগবে জানতে চাইতে নিতে এই বিষয়ে আর কথা বলতে চাননি।
তথ্যমতে ইমারত পরিদর্শকদের এই অপকর্মে যুক্ত রয়েছে সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন। কোন ফাইল মিটিংয়ে অনুমোদন হওয়ার পূর্বে মোটা অংকের লেনদেন করার অভিযোগ রয়েছে সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ বলেন গত এক মাস আগে এই এরিয়ার দায়িত্ব ছিল অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন ও ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইনের। এদের বিষয়ে কিছু অভিযোগ থাকায় বর্তমানে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদকে দায়িত্ব দেয়া হলেও মামুন, সোলাইমান ও আবুল কালাম আজাদ এই বিষয়ে ভালো বলতে পারবেন।
সবকিছু জেনেও এই সকল অপকর্মের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন মহাখালী জোন-৩ এর পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়া। তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অথরাইজড অফিসারের সাথে কথা বলেন।
এভাবেই এক কর্মকর্তা অন্য কর্মকর্তার উপর দায় চাপিয়ে এড়িয়ে যাচ্ছেন। যার ফলে রাজধানীতে গজিয়ে উঠেছে অবৈধ স্থাপনা, ঝুঁকি বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির।
এমএসএম / এমএসএম

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে নারী গণমাধ্যম কর্মীকে হুমকি

রণাঙ্গনের এক সাহসী যোদ্ধা ' শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতি বন্ধ হবে কবে?

মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ব্যবসায়ী গোলাম মর্তুজার মুক্তি দাবি পরিবারের সংবাদ সম্মেলন

মোস্তফা জগলুল পাশা পাপেল এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটে আওয়ামীপন্থী ব্যবসায়ীদের দাপট কমেনি এক মার্কেটে দুই কমিটি

উত্তরায় রোজাদার পথচারীদের মাঝে বিএনপি নেতা সালামের ইফতার বিতরণ

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু
