ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সংসারের খরচ চালাতে শিক্ষকতা থেকে ‘লন্ড্রি ম্যান’


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ২:২২

করোনার কবলে পড়ে অনেকের জীবনে এসেছে ছন্দপতন। পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ জীবিকার জন্য আঁকড়ে ধরছেন নতুন পথ। তেমনই একজন দোহার উপজেলার মধুপ্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবদুর রহমান। লকডাউনের এই সময়ে তিনি ‘লন্ড্রি ম্যান’ নামে নতুন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন।

গত বছর করোনা মহামারী শুরু হলে আবদুর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সময় বসে না থেকে কিছু একটা করার চিন্তা তার মাথায় আসে। সেই চিন্তা থেকে তিনি গত বছরের ৮ সেপ্টেম্বর চালু করেন লন্ড্রি ম্যান নামে পোশাক ইস্ত্রি করার ব্যবসা। আশপাশের বাসা থেকে পোশাক এনে ইস্ত্রি করেতে দেন জয়পাড়া এলাকার লোকজন। 

আবদুর রহমান নতুন ব্যবসা শুরুর আগে তেমন কোন প্রচারণা চালাননি। তরপরও তার দোকানে একের পর এক অর্ডার আসতে থাকে। বাড়তে থাকে তার প্রতি মানুষের আস্থা। 

তবে আবদুর রহমানের এমন উদ্যোগের শুরুটা সহজ ছিল না। প্রথম আপত্তি আসে পরিবার থেকেই। স্ত্রী আপত্তি তোলেন। কিন্তু আবদুর রহমান ছিলেন অদম্য। তার কাছে কাজের কোনো ছোট-বড় নেই।

আবদুর রহমান বলেন, আমি কোনো কাজকে ছোট করে দেখি না। কাজ তো কাজই। আমার পরিবারের লোকজন লন্ড্রি ব্যবসা নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু আমি মনে করি এই ব্যবসা একদিন বড় করতে পারলে তারাই গর্ব করবে। আমি ভালোবাসা দিয়ে কাজটা করে যেতে চাই।

আবদুর রহমানের লন্ড্রি সেবা পেয়ে খুশি গ্রাহকরা। স্থানীয় বাসিন্দা কবির নামে একজন বলেন, আবদুর রহমান কাপড় ইস্ত্রি করা খুব সুন্দর। তিনি যত্নসহকারে খুব ভালোভাবে কাপড় ইস্ত্রি করেন। তাই আমরা তার দোকানে কাপড় ইস্ত্রি করতে দেই।

আরেক গ্রাহক শাহাবুদ্দিন জানান, আগে আমাদের কাপড় ইস্ত্রি করতে জয়পাড়া বাজারে যেতে হতো। সেজন্য কিছুটা সময় প্রয়োজন হতো। কিন্তু এখন বাসার পাশে ইস্ত্রি দোকান হওয়ায় যে সময় কম লাগে, তেমনি জয়পাড়াও যেতে হয় না। আবার বাসার পাশে হওয়ায় যখন খুশি তখনই কাপড় ইস্ত্রি করতে দিতে পারি।

আবদুর রহমান জানান, গত সাত মাসে তার নিয়মিত গ্রাহকের সংখ্যা ৫০-৬০ জনে দাঁড়িয়েছে। ভালো সাড়া পাচ্ছেন। তার এই উদ্যোগ নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি আরো জানান, সরকার ১২ তারিখ থেকে স্কুল খুলে দেবে বলেছে। আমি স্কুলের পাশাপাশি এই লন্ডির দোকানও চালাব। তবে তখন আমি এখানে সময় দেব স্কুল শেষে। আমি আমার এ ব্যবসা ধরে রাখব। সেজন্য আমি দোকানে কিছু মুদি মালামাল ও খাতাও রেখেছি বিক্রির জন্য। 

আবদুর রহমান লন্ড্রি ম্যানের দোকান দোহার জয়পাড়া ভোকেশনাল রোডের মোড়ে। প্রতিটি পোশাক ইস্ত্রি করতে নেন ৭ থেকে ১২ টাকা।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন