কটকা ট্রাজেডির ২১ বছর

"গাছের ডাল আর লুঙ্গি দিয়ে স্ট্রেচার বানিয়ে কাউসার ভাই আর রূপা আপুকে নিয়ে সবাই ফিরতে শুরু করলাম লঞ্চঘাটের দিকে। তখনো কেউ জানিনা পেছনে কতোজনকে হারিয়ে এসেছি সর্বোগ্রাসী সমুদ্রে। তারপর এক এক করে নাম ধরে ডাকা হয়।সাড়া না পেলে বুঝে যাই সে নেই।"
ঠিক দুই দশক আগের এক মর্মান্তিক দুর্ঘটনা।এভাবেই লিখেছেন মুনির হোসেন।
আজ ১৩ মার্চ।কটকা ট্রাজেডি।২০০৪ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৪৮ জন শিক্ষার্থীর সেই সফরের আনন্দ নিমেষেই পরিণত হয় দুঃস্বপ্নে।সুন্দরবনের কটকা সমুদ্রসৈকতের ঢেউ কেড়ে নেয় তাদের ১১ জন বন্ধুকে।
কে জানতো একটু আগেও কটকার যে বুনো পথে দিয়ে হাসি ঠাট্টা করতে করতে এসেছে সে পথেই আবার ফিরতে হবে তবে ভয়ঙ্কর নিস্তব্ধতায়। সাগরের গর্জনে নিজের চিৎকারের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলেন না মুনির হোসেনরা । কয়েকজন তখনও হাঁটুপানিতে বল নিয়ে খেলছিল। তখনও কেউ পুরোপুরি বুঝে উঠতে পারেনি কী ঘটছে। বামপাশে তখন এক অকল্পনীয় দৃশ্য। একটু দূরে সাগরের ঢেউয়ের উপর কালো কালো কয়েকটা মাথা দেখা যাচ্ছে, আর তাদের উঁচু করা বাঁচতে চাওয়া হাতগুলো ভাটার টানে ভেসে যাচ্ছে সমুদ্রের গভীরে। নিমজ্জিত হয় সমুদ্রগর্ভে। আজও সেই দৃশ্য তাড়া করে বেড়ায় সেদিন বেঁচে ফেরা সহপাঠীদের।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ শিক্ষার্থী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ শিক্ষার্থী সেদিন হারিয়ে যান সাগরের বুকে। তারা হলেন আরনাজ রিফাত রূপা ,মো. মাহমুদুর রহমান,মাকসুমুল আজিজ মোস্তাজী ,আব্দুল্লাহ হেল বাকী ,কাজী মুয়ীদ বিন ওয়ালী ,মো. কাওসার আহমেদ খান ,মুনাদিল রায়হান বিন মাহবুব ,মো. আশরাফুজ্জামান , মো. তৌহিদুল এনাম এবং
বুয়েটের ২ জন- সামিউল , শাকিল ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি এক ভয়াবহ অধ্যায়, যা আজও বেদনার চাদরে ঢাকা।সময়ের চাকায় বদলে গেছে অনেক কিছু । পেরিয়ে গেছে ২০টি বছর।এসেছে নতুন প্রজন্ম। কিন্তু ঐ ১১জনের স্মরণে আজও বুকে কালো ব্যাজ ধারণ করে খুবি শিক্ষার্থীরা।
প্রতিবছরের মতো যথাযোগ্য মর্যাদায় এবারও পালন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস।কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০.৩০ মিনিটে কালোব্যাজ ধারণ, বেলা ১১টায় শোকর্যালি ও পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় এতিমদের সাথে ইফতার।
এমএসএম / এমএসএম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট
