ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শিবগঞ্জের বাইরে ইজারা পাবে না পদ্মা আদর্শ মৎস্যজীবী সমিতি


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ নামের কাগজ জালিয়াতি করে নাচোল উপজেলার ২টি  সরকারি  পুকুর ইজারা নেয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রতিকার চেয়ে সমিতির পক্ষ থেকে নাচোল উপজেলা জলমহাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন পদ্মা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রকৃত সদস্যগণ।
এর আগে শিবগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির কাছে পুকুর ইজারা জন্য পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতি আবেদন করলে সমিতি কর্তৃপক্ষকে জানানো হয় নাচোল উপজেলায় তাদের নামে দুটি পুকুর ইজারা দেয়া হয়েছে।  এর প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে নাচোলের পুকুর দুটি বাতিলের আবেদন সহ তদন্ত দাবি করলে শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরকে তদন্তের ভার দেয়া হয়। শিবগঞ্জ সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকারের তদন্ত প্রতিবেদনে তা সতত্যা উঠে আসে।
তদন্ত প্রতিবেদনে জানা গেছে, ১. পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতির নিবন্ধনের সনদপত্র ও উপ-আইন ধারা ০৪ অনুযায়ী শিবগঞ্জ উপজেলার বাইরে কোন কার্যক্রম চালাতে পারবে না। ২. উপজেলায় উল্লেখিত সমিতির ১৪৩১-১৪৩৩ বাংলা সনে মেয়াদে একটি ও নাচোল উপজেলা একটি পুকুর ইজারা চলমান রয়েছে। এক্ষেত্রে দেখা যায়, নাচোল উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় কার্যবিবরণী ০১/০৬/২০২৪ সকাল ১০টায় মোতাবেক একটি পুকুর পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতির নামে প্রদান করা হলেও নাচোল উপজেলা ভূমি অফিসের ৩১.৪৩.৭০৫৬.০০০০.২৭.০০১.২৫-১৬৬ স্মারকে তারিখ ১৬ ফেব্রুয়ারি তারিখে কোন ইজারা নেই।
৩. পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতির লিঃ এর ২২ জন সদস্য মৎস্য অধিদপ্তরে নিবন্ধিত প্রাপ্ত জেলে। ৪. পিরোজপুর মৎস্য জীবী সমবায় সমিতির লিঃ এর চাহিদা পুকুরটি নিকটবর্তী কিন্তু ২২জন সদস্যের মধ্যে একজন সদস্য মৎস্য অধিদপ্তরের নিবন্ধিত জেলে।
এছাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার তদন্ত প্রতিবেদনে মতামত দিয়ে তিনি বলেছেন, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ অনুযায়ী সমিতিতে এমন কোন সদস্য  যিনি প্রকৃত পক্ষে মৎস্য জীবী নয়, তবে সে সমিতি সরকারি কোন পুকুর বন্দোবস্ত পাওয়ার যোগ্য নয়।যেহেতু পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতির লিঃ এর কর্ম এলাকায় শিবগঞ্জ উপজেলা ব্যাপী সুতরাং অত্র উপজেলার বাইরে সমিতি ইজারা কর্যক্রমে  অংশগ্রহণে কোন সুযোগ নেই।
এদিকে একটি বিশেষ সূত্রে জানা গেছে, পিরোজপুর মৎস্য জীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এমদাদ মৎস্য অধিদপ্তরের নিবন্ধিত কোন জেলে নয়। তিনি একজন কীটনাশক ব্যবসায়ী।
এদিকে, পদ্মা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি নামে কে বা কাহারা নথিপত্র জল করে নাচোল উপজেলার সরকারি পুকুর বাংলা ১৪৩১ সনের ইজারার জন্য আবেদন করেছেন তা এখনো নিশ্চিত করতে পারেননি  উপজেলা প্রশাসন ও সমিতি কর্তৃপক্ষ।
তবে, নাচোল উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মির্জাপুর মৌজার আর.এস (হাল)-৫৫৬ নং দাগের ১.৫৯ একর পুকুর ও মোহাম্মদপুর মৌজার হাল ৬৩৫ নম্বর দাগে ০.৯৮ একর পুকুর দু’টি জন্য লীজ ও ডিসিআর সংগ্রহ করেন। কিন্তু এই সমিতির ঠিকানা সঠিক দেয়া নাই। এমনকি ইজারা  চুক্তিপত্রতেও ভূয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ০০১৩ নং নিবন্ধন প্রাপ্ত সমিতির সভাপতি মোঃ তোহরুল ইসলাম  ও সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান নাচোল উপজেলার সরকারি পুকুর ইজারার জন্য কে বা কাহারা লীজ ও ডিসিআর সংগ্রহ করেছে তা দ্রুত বাতিলের জন্য জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাচোল উপজেলা নির্বাহী অফিসারের কাছে  গত ১১ মার্চ মঙ্গলবার লিখিত অভিযোগ  দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম মির্জাপুর মৌজার হাল ৫৫৬ নং দাগের ১.৫৯ একর ও মোহাম্মদপুর মৌজার ৬৩৫ নং দাগের ০.৯৮ একর পুকুর দু'টি পদ্মা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে বাংলা ১৪৩১ সনের জন্য লীজ দেয়া হয়েছে। আমরা শিবগঞ্জে পদ্মা আদর্শ মৎস্য জীবী সমবায় সমিতির অনুকূলে লীজ নিতে গেলে জানতে পারি যে, কে বা কাহারা আমাদের সমিতির কাগজপত্র জাল-জালিয়াতি করে অত্র সমিতির অনুকূলে পুকুর দু'টি  লীজ নিয়েছে। উল্লেখ, অত্র  সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করলে জানতে পারে  একটি জালিয়াতচক্র (সিন্ডিকেট) তাদের সমিতির কাগজপত্র বিশেষ কৌশলে সংগ্রহ পুকুর দু’টি লীজ নিয়েছে। তাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পুকুর দু’টি লীজ বাতিলের জন্য আবেদন করছে।
এব্যাপারে পিরোজপুর মৎস্য জীবী সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ এমদাদ জানান, আমি একজন মৎস্য চাষী। আমি দীর্ঘ ২২ বছর ধরে মৎস্য ব্যবসার সাথে জড়িত। আমাদের সমিতি রয়েছে। আমার মৎস্য অধিদপ্তরে নিবন্ধিত জেলে। তবে, অফিস থেকে আমাকে জেলের কার্ড দেয়নি।
শিবগঞ্জ উপজেলার পদ্মা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ নামীয় কাগজ পত্রে দিয়ে নাচোল উপজেলায় পুকুর ইজারা নেওয়ার অভিযোগের বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এধরনের অভিযোগের বিষয় গুলো তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার।

এমএসএম / এমএসএম

বেলাবোতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

লটারির ভিত্তিতে যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

খুলনায় বেতন ও পদ বৈষম্য দূর করতে স্মারকলিপি প্রদান

বারহাট্টায় আমনের বাম্পার ফলন, চলছে ধান কাটার মহোৎসব

মনপুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পটুয়াখালীতে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরি গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চলাচলের রাস্তা নির্মাণ না হলে ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা সোনাগাজীর জেলে সম্পদায়ের

শালিখায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫' শুরু, প্রধান অতিথি ইউএনও

মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে