দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমি বারহাট্টায় আবার আমরা একত্রিত হতে পেরেছি

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বারহাট্টার সন্তান হয়েও মন চাইলেও আপনাদের সঙ্গে এভাবে একত্রিত হওয়ার সুযোগ পাইনি। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর আবার আমার এলাকার মানুষের সাথে একত্রিত হয়ে ভালবাসা ভাগাভাগি করার সুযোগ এসেছে। নিজ নির্বাচনী এলাকা এবং জন্মস্থান নেত্রকোনার বারহাট্টায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি।
নেত্রকোনার বারহাট্টায় করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (সিকেপি) মাঠে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিগত সময়ে মন চাওলেও মুক্তভাবে আমরা একত্রিত হতে পারিনি। বারহাট্টা আমার জন্মভূমি, প্রাণের স্পন্দন। বারহাট্টার মাটি স্পর্শ করলে মনে হয় আমি আমার মায়ের কোলে ফিরে এসেছি। আমার স্বাভাবিক মৃত্যু হলে আমার মায়ের কোল এই বারহাট্টায় আমার দাফন হবে।
আমার জন্মভূমি এই বারহাট্টা থেকে আমি আমার শিক্ষা জীবন শুরু করে ময়মনসিংহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি। আমি ইচ্ছে করলে অনেক বড় অফিসার হতে পারতাম কিন্তু মানুষের কথা চিন্তা করে বিশেষ করে আমি আমার নেত্রকোনা-বারহাট্টাবাসীর কথা চিন্তা করে রাজনীতিতে অংশগ্রহণ করি। আমি নেত্রকোনা-বারহাট্টার উন্নয়ন করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত উন্নয়ন মূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আপনাদের দোয়া, চেষ্টা ও আন্তরিকতা যদি থাকে তাহলে যে চিন্তা নিয়ে পড়াশোনা শেষ করে রাজনীতিতে এসেছি সেই চিন্তা অব্যাহত রাখবো। আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। এসময় তিনি বিগত সময়ে দলের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান।
ইফতার মাহফিলের নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান রিজভী, মাহবুব আলম ফরাস, নেত্রকোনা জেলা মহিলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আরিফা জেসমিন নাহিন, বারহাট্টা উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল বাছির খান, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত এতিম ও সাধারণ ছাত্র, সাধারণ জনগণসহ বারহাট্টা উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
