ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

১৬ বছর পর কাপাসিয়ায় বিএনপির বিশাল ইফতার মাহফিল


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:৪৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা’ বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।শুক্রবার (২১ মার্চ)  কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপির নেতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মোমতাজ উদ্দিন রেনু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও গাজীপুর মেট্রো জামায়াতের আমির সালাউদ্দিন আইয়ুবী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং  বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ,স,ম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

৩নং তিলাই ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কার্যক্রমের বিশেষ সেবা অনুষ্ঠিত

বারহাট্টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৩

মনপুরায় দুই জননীর ঘর থেকে ওয়ার্ড জামায়াত সভাপতি আটক

রাণীনগরে ইসলাম ও রাষ্ট বিরোধী ইসকন সংগঠন নিষিদ্ধ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা

অফিস-মাঠ আছে, কমিটি ও খেলাধুলার আয়োজন নেই

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ