ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে আমের আড়ৎ ভষ্মিভূত: প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ মালিক


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:১৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমের আড়তে (গোডাউন) অগ্নিকাণ্ডে অষ্মিভূত হয়েছে। বৃহষ্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই আড়ৎ মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ¦ মোঃ আইনাল হকের ছেলে মোঃ আরিফুল ইসলামের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ধোবড়া বাজারে অবস্থিত একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  আমরা স্থানীয়রা আগুন নিভাতে গেলেও নিভাতে সক্ষম হতে পারিনি। তবে, উপজেলা ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনের আনার আগের সব পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মোঃ আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, অসুস্থ অবস্থায় আড়ৎ মালিক আরিফুল ইসলাম জানান, আমি প্রতি বছর এই ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। এতে আমি সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকম সংসার চালায়। আজ আমার আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এতে আমি একেবারের নিঃশ্ব হয়ে পড়েছি। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন।
এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে, আড়ৎ মালিক আমাদের জানিয়েছেন যে তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। কিন্তু আমরা তা দৃশ্যমান চিত্র পাইনি। কেননা, ৬ হাজার ক্যারেট পুড়লে প্লাষ্টিকের অবশিষ্ট বিশেষ দেখতে পাইনি। আমরা গিয়ে যা দেখেছি, তাতে আড়ৎ মালিকের প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিস সেভাবে গিয়ে আগুন নিভাতে সাহায্য করেছে। আমরা ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহযোগিতা করবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

লটারির ভিত্তিতে যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

খুলনায় বেতন ও পদ বৈষম্য দূর করতে স্মারকলিপি প্রদান

বারহাট্টায় আমনের বাম্পার ফলন, চলছে ধান কাটার মহোৎসব

মনপুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পটুয়াখালীতে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরি গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চলাচলের রাস্তা নির্মাণ না হলে ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা সোনাগাজীর জেলে সম্পদায়ের

শালিখায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫' শুরু, প্রধান অতিথি ইউএনও

মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

মান্দায় প্রাণীসম্পদ প্রদর্শনী পালন