মানুষ হাতি দ্বন্দ্বে উত্তাল কর্ণফুলী,হাতি অপসারণের দাবিতে ফের সড়ক অবরোধ স্থানীয়দের

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে ৭ঘন্টা পিএবি সড়ক অবরোধের ৫ দিন পর বৃহস্পতিবার ফের আন্দোলনে নেমেছে ওই এলাকার বাসিন্দারা,কেইপিজেডের বিভিন্ন ফটক ও পিএবি সড়ক অবরোধ করে টানা ৫ ঘন্টা বিক্ষোভ করেন তারা।
(২৭"মার্চ)বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ও সাধারণ যাত্রীরা। ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ৫ঘন্টার চলা বিক্ষোভে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সরজমিনে গিয়ে দেখা যায়,বৃহস্পতিবার সকাল ৬টার সময় কেইপিজেডের বিভিন্ন ফটকে অবরোধ শুরু হয়। এ সময় শ্রমিকেরা আটকে পড়েন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীরা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার লোকজন চট্টগ্রাম শহরের হাজারো মানুষ যাতায়াত করেন। এ ছাড়া বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, খাবারের সংকট ও হাতির বিচরণস্থল ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। যার কারণে গত ৮বছর ধরে প্রতিনিয়তই ওই এলাকার বাসিন্দাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।এর আগে গত শুক্রবার কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন সকাল ৬টায় সড়ক অবরোধ করে টানা ৭ঘন্টা আন্দোলন করে এলাকাবাসী।পরে কর্ণফুলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারদিনের মধ্যে বন বিভাগের মাধ্যমে এসব বন্যহাতি অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা,কিন্ত প্রশাসনের দেওয়া সময় অতিবাহিত হলেও হাতির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই প্রশাসন কিংবা কর্তৃপক্ষ,তারই প্রতিবাদে বৃহস্পতিবার ফের সড়কে নেমে বিক্ষোভ নামেন কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বাসিন্দারা।পরে কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা ঈদুল ফিতরের পর এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
কেইপিজেড কর্তৃপক্ষের দাবি,মানুষের মতো আমরাও চাই হাতি গুলো এখান থেকে অপসারণ করা হোক,কারণ হাতি গুলোর কারণে কেইপিজেড কর্তৃপক্ষ নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে,হাতির আক্রমণে কেইপিজেডের বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
