ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মানুষ হাতি দ্বন্দ্বে উত্তাল কর্ণফুলী,হাতি অপসারণের দাবিতে ফের সড়ক অবরোধ স্থানীয়দের


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:৫৭

চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে ৭ঘন্টা পিএবি সড়ক অবরোধের ৫ দিন পর বৃহস্পতিবার ফের আন্দোলনে নেমেছে ওই এলাকার বাসিন্দারা,কেইপিজেডের বিভিন্ন ফটক ও পিএবি সড়ক অবরোধ করে টানা ৫ ঘন্টা বিক্ষোভ করেন তারা।

(২৭"মার্চ)বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ও সাধারণ যাত্রীরা। ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ৫ঘন্টার চলা বিক্ষোভে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সরজমিনে গিয়ে দেখা যায়,বৃহস্পতিবার সকাল ৬টার সময় কেইপিজেডের বিভিন্ন ফটকে অবরোধ শুরু হয়। এ সময় শ্রমিকেরা আটকে পড়েন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীরা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার লোকজন চট্টগ্রাম শহরের হাজারো মানুষ যাতায়াত করেন। এ ছাড়া বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, খাবারের সংকট ও হাতির বিচরণস্থল ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। যার কারণে গত ৮বছর ধরে প্রতিনিয়তই ওই এলাকার বাসিন্দাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।এর আগে গত শুক্রবার কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন সকাল ৬টায় সড়ক অবরোধ করে টানা ৭ঘন্টা আন্দোলন করে এলাকাবাসী।পরে কর্ণফুলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারদিনের মধ্যে বন বিভাগের মাধ্যমে এসব বন্যহাতি অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা,কিন্ত প্রশাসনের দেওয়া সময় অতিবাহিত হলেও হাতির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই প্রশাসন কিংবা কর্তৃপক্ষ,তারই প্রতিবাদে বৃহস্পতিবার ফের সড়কে নেমে বিক্ষোভ নামেন কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বাসিন্দারা।পরে কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা ঈদুল ফিতরের পর এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

কেইপিজেড কর্তৃপক্ষের দাবি,মানুষের মতো আমরাও চাই হাতি গুলো এখান থেকে অপসারণ করা হোক,কারণ হাতি গুলোর কারণে কেইপিজেড কর্তৃপক্ষ নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে,হাতির আক্রমণে কেইপিজেডের বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী