ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেষ সময়ের জমজমাট বারহাট্টার ঈদ বাজার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ৩:৪৩

আজ ২৮ মার্চ, ২৭ রমজান শুরু হয়ে গেছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের ছুটি। আপনজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে শহরাঞ্চল থেকে মানুষ ছুটে আসছেন গ্রামের বাড়ি। তবে এখনো অনেকেরই কেনাকাটা বাকি। তাইতো শেষ সময়ে অনেকেই প্রিয়জনের জন্য উপহার কিনতে ও নিজের প্রয়োজনীয় সব জিনিস কিনতে শেষ মূহুর্তে জমে উঠেছে বারহাট্টা উপজেলা সদরের ছোট-বড় বিপণী বিতান, তৈরি পোশাকের দোকান (গার্মের্ন্টস) ও ফুটপাতসহ ইউনিয়ন পর্যায়ের গ্রামীণ বাজারগুলো।

বারহাট্টা উপজেলা সদরের পোশাকের দোকানসহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ঈদের শেষ সময়ে কেনাকাটা করতে সকাল থেকেই মানুষ ভিড় করছেন উপজেলা সদরের বাজারে। শেষ সময়ে শহর থেকে ছুটিতে আসা মানুষজন নিজেদের পরিবার-পরিজনের জন্য, নতুন জামাকাপড় কিনতে ছুটছেন ছোট-বড় মার্কেট, বিপণী বিতান, তৈরি পোশাকের দোকানে (গার্মের্ন্টস)। থেমে নেই ফুটপাথের কেনাবেচাও। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে সেখানেও দেখা গেছে মানুষের ভিড়। এদিকে পোশাক কেনাকাটায় ভোক্তারা দামে কিছুটা অসন্তুষ্ট হলেও কেনাবেচায় সন্তুষ্ট ব্যবসায়ীরা।

উপজেলা সদরের গোপালপুর বাজারের বর্ষা বস্ত্র বিতান, সাবিত্রী বস্ত্রালয়, খান বস্ত্র বিতান, লক্ষী বস্ত্রালয়, রাধা গোবিন্দ বস্ত্রালয়, খান ম্যানশন, মোল্লা সুপার মার্কেট, ভাই ভাই গার্মেন্টস, গেঞ্জি  পট্টিসহ আসমা বাজারের, চন্দ্রিমা মার্কেট, গ্লোব শপিং সেন্টারসহ প্রতিটি দোকানেই ঈদের কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ পোশাক কিনছেন আবার কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ, জুয়েলারী কিনছেন। এছাড়াও উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন মার্কেট এবং ফুটপাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সবখানেই এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। পরিবারের সদস্যরা কেউ নিজের জন্য, কেউ আত্মীয়-স্বজনদের জন্য নতুন জামা কাপড়, জুতা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি ও বাচ্চাদের পোশাক ক্রয় করছেন।

উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজা শুরুর পর বিশেষ করে ২০ রমজানের পর থেকে তাদের বিক্রি বেড়েছে। সরকারি ছুটি হওয়ার পর বাইরের লোকজন এলাকায় আসাতে বেড়েছে কাস্টমার চাঁদ রাত পর্যন্ত বিক্রি আরও বাড়বে বলেও আশা করছেন তারা।

তারা আরও জানান, এ বছর থ্রি-পিস, শাড়ি, কাটা কাপড়, পাঞ্জাবি, শার্ট-প্যান্টের কাপড়ের চাহিদা ভালো। কিন্তু গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম প্রায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

উপজেলা পর্যায়ের সবচেয়ে বড় ও বাহারি পোশাকের সমাহারে সাজানো রাধা গোবিন্দ বস্ত্র বিতানের স্বত্বাধিকারী জ্যোতিষ পাল জানিয়েছেন, এ বছর শাড়ির চেয়ে থ্রি-পিসের চাহিদা অনেক বেশি। এর মধ্যে ভারতীয় জনপ্রিয় সিরিয়ালের জামা-কাপড় মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে।

গোপালপুর বাজারের আসা ক্রেতা রওশন জাহান, রোখসানা বেগম, সুফিয়া আক্তারসহ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, অন্যান্য মার্কেট থেকে এখানে পণ্যের কালেকশন বেশি এবং পছন্দমতো প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায়। তবে শেষ সময়ে ভিড় এত বেশি যে হাঁটাচলা করাও কষ্টকর।

তারা বলেন, এতদিন অফিস ছিল। রোজার মধ্যে অফিস করে কেনাকাটা করতে পারিনি। কিছু কেনাকাটা অনলাইনে করেছি। আজ ছুটি পেয়েছি। তাই সকাল সকাল চলে এসেছি। ভাইবোনের জন্য পোশাক ও নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো।

ভিড় বেশি থাকায় ক্রেতারা হতাশ হলেও বেশ খুশি বিক্রেতারা। তারা জানান, এবার রোজার শুরু থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। তবে এখন তা দ্বিগুণ। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্য অনেক কম লাভে পণ্য বিক্রি করা হচ্ছে। এমনকি ঈদের বিশেষ অফারও দেওয়া হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত ভালো বেচাকেনা হওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন। তারা জানিয়েছেন, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। থানা পুলিশের পাশাপাশি আনসার বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতা বাড়িয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত