নরসিংদীতে ১৫ জোড়া ট্রেন, তবুও স্বস্তি হচ্ছে না যাত্রীদের

যানজট এড়িয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে ভ্রমণ করেন যাত্রীরা। প্রতিদিন ভোর থেকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন শত শত যাত্রী। কিন্তু নরসিংদী স্টেশনে ১৫ জোড়া ট্রেন থাকার পরও স্বস্তি নেই এ পথে যাতায়াত করা যাত্রীদের মধ্যে।
ঢাকা-চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট এসব অঞ্চলে রেলপথে দিনদিন রেলের যাত্রী বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সংখ্যাও বেড়েছে। নরসিংদী থেকে অনেকে বাসের পরিবর্তে এখন ট্রেনে ভ্রমণ করছেন। তবে এ রেলপথে ১৫ জোড়া ট্রেন থাকা সত্ত্বেও ভোগান্তি কমেনি বলে মন্তব্য করেছেন যাত্রীরা।
শোভন ও দূর্জয় গণেশ, অর্ণবসহ ঢাকামুখী একাধিক ট্রেনের যাত্রীরা জানান, ঈদের পর রবিবার প্রথম কর্মদিবস ছিল। যাত্রীদের অনেক চাপ ছিল। টিকিট কাউন্টারে ছিল দীর্ঘ লাইন। ট্রেনের যাত্রা বিরতির সময়ে টিকিট কাটতে পারছেন না যাত্রীরা। অনেকে দৌড়ে গিয়ে বিনা টিকিটে চলাচল করে জরিমানার মুখে পড়ছেন। এ স্টেশনে যাত্রী সেবার মান আরও ভালো করার আহ্বান জানান তারা।
নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি মাত্র টিকিট কাউন্টার। দীর্ঘ লাইন। ঢিলেঢালা ব্যবস্থাপনার জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। নরসিংদী নামে ট্রেন কিন্তু এখানের যাত্রীরা আসন পান না। সব ভৈরব থেকে বুকিং হয়ে যায়।’
নরসিংদী কমিউটার ট্রেনে আসন না পাওয়া কারণ জানতে চাইলে আলমগীর হোসেন নামে এক যাত্রী বলেন, ‘সকাল ৭টায় ব্রাহ্মণবাড়ীয়া থেকে তিতাস ট্রেন ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। তিতাস ট্রেনে ভাড়া বেশি। তাই অনেকে ভৈরব এসে নরসিংদী কমিউটার ট্রেনে উঠে আসন দখল করে ঢাকা যায়। এ জন্য নরসিংদীর যাত্রীরা আসন পান না।’
শিল্পসমৃদ্ধ এ জেলায় রেলস্টেশনে মাত্র পাঁচজন রেলওয়ে নিরাপত্তা কর্মী রয়েছেন। জনবল বেশি হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১৯৭০ সালে নরসিংদী টু মদনগঞ্জ, ঢাকা, ভৈরব, চট্টগ্রাম, সিলেট চলাচলের জন্য নরসিংদীতে রেলস্টেশন স্থাপিত হয়। পরে ট্রাফিক ব্যবস্থা দুর্বল থাকায় ১৯৮৪ সালে মদনগঞ্জ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা ও ভৈরব সড়কে যাত্রীর চাপ বেড়ে যায়। সবশেষ নরসিংদী ও ভৈরবের যাত্রীদের ভোগান্তি দূর করতে গত ২৬ মার্চ নরসিংদী কমিউটার নামে ট্রেন সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু
Link Copied