ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে জেদ্দায় কূটনৈতিক সম্মানে নৈশভোজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৪:২৬

 ৫৪তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদ্যাপন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ০৯ এপ্রিল ২০২৫ তারিখে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে “৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” জেদ্দাস্থ রেডিসন ব্লু হোটেলে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক  ফরিদ বিন সা’দ আল শেহরী সহ দেশী ও বিদেশী অতিথিবৃন্দদের মান্যবর কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ দোয়া করা হয়। অতঃপর মান্যবর কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির তাঁর বক্তব্য পেশ করেন। তিনি “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে সৌদি
আরবসহ বিভিন্ন দেশের বিদেশী অতিথিবৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সৌদি আরবে
অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ঠিক তেমনি সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সাথে সৌদি আরবের প্রচলিত আইন, নিয়ম-কানুন ও সামাজিক রীতিনীতি সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন।

মান্যবর কনসাল জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও আত্মাহুতির মাধ্যমে একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতি বিষয়ে একটি আলোক চিত্র প্রদর্শন করানো হয়। শেষে অতিথিদের জন্য নৌশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের কনস্যুলেটের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বাংলদেশী ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি প্রতিনিধিগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন