বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে জেদ্দায় কূটনৈতিক সম্মানে নৈশভোজ

৫৪তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদ্যাপন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ০৯ এপ্রিল ২০২৫ তারিখে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে “৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” জেদ্দাস্থ রেডিসন ব্লু হোটেলে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সা’দ আল শেহরী সহ দেশী ও বিদেশী অতিথিবৃন্দদের মান্যবর কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ দোয়া করা হয়। অতঃপর মান্যবর কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির তাঁর বক্তব্য পেশ করেন। তিনি “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে সৌদি
আরবসহ বিভিন্ন দেশের বিদেশী অতিথিবৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সৌদি আরবে
অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ঠিক তেমনি সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সাথে সৌদি আরবের প্রচলিত আইন, নিয়ম-কানুন ও সামাজিক রীতিনীতি সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন।
মান্যবর কনসাল জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও আত্মাহুতির মাধ্যমে একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতি বিষয়ে একটি আলোক চিত্র প্রদর্শন করানো হয়। শেষে অতিথিদের জন্য নৌশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের কনস্যুলেটের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বাংলদেশী ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি প্রতিনিধিগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার
