বরখাস্ত হলেন সাংবাদিক হেনস্তা করা রাজউকের ইমারত পরিদর্শক সোলাইমান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন ৩/২ এর ইমারত পরিদর্শক মোঃ সোলাইমান হোসাইন ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে দৈনিক নতুন দিন পত্রিকার রিপোর্টার মো. হান্নান, সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার ক্রাইম রিপোর্টার মাহতাবুর রহমান, রিপোর্টার মহিবুল্লাহ, এবং দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহ আলম এর উপর হাতুড়ি দিয়ে হামলা করেন।
হামলার ঘটনায় পর সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ দায়ের করা হয় বনানী থানায়। এই ঘটনার পর, সাংবাদিকদের ওপর আক্রমণ ও হেনস্তার প্রতিবাদে বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি (এনজিইউ) এবং কর্মজীবী সাংবাদিক সমাজের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর, বিচারের দাবিতে তৎকালীন রাজউক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
রাজউক কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব নিয়ে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করে এবং ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে ৯ এপ্রিল ২০২৫ তারিখে এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। অফিস আদেশে জানানো হয়েছে, মোঃ সোলাইমান হোসাইন, ইমারত পরিদর্শক, পরিচালক (জোন-৩/২) এর দপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা, কর্ম এলাকা যথাযথভাবে তদারকি না করা, রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন তদারকির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করার বিষয়ে অভিযোগ পেয়েছে।
এছাড়া, অভিযোগসমূহের বিষয়ে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কারণ দর্শানোর পর তার প্রদত্ত জবাব সন্তোষজনক হয়নি এবং তার কর্মকাণ্ডে কর্তৃপক্ষের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং অফিস শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এই কারণে, তার কার্যকলাপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭(ক) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা এবং ৩৭(খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা তদন্ত শেষে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
অতএব, তাকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা