ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বারহাট্টায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৩০


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ২:৩৯

নেত্রকোনার বারহাট্টায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে ছিটকে ক্ষেতে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা দু’জনই পলাতক রয়েছেন।

উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বারহাট্টা থানার এসআই মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উল্ট যাওয়া বাসটিতে ৪০ জনের মতো যাত্রী বৌ-ভাতের দাওয়াত খেতে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পে সামনের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে সড়কের পাশে ক্ষেতে উল্টে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা নারী-পুরুষ ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের মোহনগঞ্জ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকরাও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ইসলামপুর গ্রামের মো. আল আমিন ও খায়রুল ইসলামের সাথে কথা বললে তারা জানান, বাসটি ক্ষেতে ছিটকে সাথে সাথেই আশপাশের এলাকার আমরা সবাই ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করি। অনেক যাত্রী বাসের চাপায় আহত হয়েছেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বাস যাত্রীরা যেহেতু বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন, ফলে বাসটিতে নারী-শিশু ও বৃদ্ধরা ছিলেন। ট্রাক ও বাসের চালক আহত হয়েছেন। ট্রাকের চালককে সিটের পাশের দরজা ভেঙে বের করা হয়েছে। তিনি দরজার চাপা লেগে গুরুতর  আহত হয়েছেন।

বারহাট্টা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দুইটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। বাসের আহত যাত্রীরা নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত