ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বারহাট্টায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৩০


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৪-২০২৫ দুপুর ২:৩৯

নেত্রকোনার বারহাট্টায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে ছিটকে ক্ষেতে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা দু’জনই পলাতক রয়েছেন।

উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বারহাট্টা থানার এসআই মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উল্ট যাওয়া বাসটিতে ৪০ জনের মতো যাত্রী বৌ-ভাতের দাওয়াত খেতে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পে সামনের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে সড়কের পাশে ক্ষেতে উল্টে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা নারী-পুরুষ ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের মোহনগঞ্জ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকরাও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ইসলামপুর গ্রামের মো. আল আমিন ও খায়রুল ইসলামের সাথে কথা বললে তারা জানান, বাসটি ক্ষেতে ছিটকে সাথে সাথেই আশপাশের এলাকার আমরা সবাই ছুটে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করি। অনেক যাত্রী বাসের চাপায় আহত হয়েছেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বাস যাত্রীরা যেহেতু বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন, ফলে বাসটিতে নারী-শিশু ও বৃদ্ধরা ছিলেন। ট্রাক ও বাসের চালক আহত হয়েছেন। ট্রাকের চালককে সিটের পাশের দরজা ভেঙে বের করা হয়েছে। তিনি দরজার চাপা লেগে গুরুতর  আহত হয়েছেন।

বারহাট্টা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দুইটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। বাসের আহত যাত্রীরা নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ