অসামাজিক কার্যকলাপ বন্ধে "নাজমা বেগমের" বিরুদ্ধে থানায় এলাকাবাসীর অভিযোগ
মাদক ব্যবসা ও নারী সংক্রান্ত অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে নাজমা বেগম (৩৫) এর বিরুদ্ধে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কর্ণফুলী উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী বরাবর অভিযোগ দিয়েছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষেরা।
(১২" এপ্রিল) বিকালে চরলক্ষ্যা ইউনিয়ন ৪নং ওয়ার্ড চুয়ানীর বাড়ি এলাকার থেকে একটি অভিযোগ পত্রে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ নাজিম উদ্দীন এ অভিযোগ'টি দায়েন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নাজমা বেগম তার বসতবাড়িতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের আড়ালে বিভিন্ন অপকর্ম ও নারী সংক্রান্ত অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, সমাজে তরুণ সমাজকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করে তরুণ সমাজকে অন্ধকারে টেলে দিচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাজমা বেগমের অপকর্ম ও বিউটি পার্লারের সাইনবোর্ড ব্যবহার করে তার অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে নাজমা বেগম প্রতিবাদকারীদের নারী নির্যাতন,ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি প্রদান করতেন। এলাকায় নাজমা বেগমের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা না গেলে এলাকার তরুণ প্রজন্ম একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত হবে মনে করেন ওই এলাকার মানুষরা।
থানায় অভিযোগকারী নাজিম উদ্দিনের দাবি,গতকাল ১৩" এপ্রিল বিকালে নাজমা বেগম তার পরিত্যক্ত বাড়িতে নিজে আগুন লাগিয়ে তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদকারী স্থানীয়দের ওপর দায় চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি,যা তার বাড়ির পাশের ভবনের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ওই বাড়ি থেকে নাজমা বেগম বের হওয়ার ৩/৪ মিনিটের মাথায় আগুনের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের মানুষ যখন পানি নিয়ে আগুন নেভাতে ব্যস্ত তখন নাজমা বেগম আগুন নেভাতে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে নাজমা বেগমের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে অশালীন ভাষায় কথা বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক সকালের সময়'কে জানান,ওই এলাকার স্থানীয়রা থানায় এসে নাজমা বেগমের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছিলেন, এবিষয়ে পুলিশ কাজ করছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার
বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ
বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার
চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল
সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ
রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’
নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন