ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নেশাগ্রস্থ স্বামীর নির্যাতনে বাড়ী ছাড়া স্ত্রী আশ্রয় দাতাকে প্রাণ নাশের হুমকি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ২:৪২

বাবার পছন্দের ছেলের সঙ্গে একটু সুখে আশায় ঘর বেঁধে ছিলেন জাহানারা বেগম। এরপর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। তবে সেই সুখ আর বেশী দিন সইলো না জাহানারার কপালে। নেশাগ্রস্থ স্বামীর নির্যাতনে বাড়ী ছাড়তে হয় জাহানারাকে। কোনো উপায় না পেয়ে আশ্রয় নেয় খালার বাসায়। এবার আশ্রয়দাতা সেই খালাকেও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন নেশাগ্রস্থ স্বামী। প্রাণের ভয়ে বৃহস্পতিবার শাহাবুদ্দিনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর খালা সোহাগী খাতুন।  

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাযায়, প্রায় বিশ বছর পূর্বে নাটোরের মল্লিকহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে শাহাবুদ্দিন (৪৩) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নাটোরের তেবাড়িয়াউত্তর পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে জাহানারা বেগমের (৩৭)। বিয়ের পর কিছুদিন পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলোহ শুরু হয়। একদিকে স্বামীর যৌতুকের নির্যাতন অন্যদিকে স্বামীর পরোকীয়া। সব কিছু সহ্যকরে ২ ছেলেকে নিয়ে স্বামীর সংসারে মানিয়ে নিয়েছিলেন জাহানারা। কিন্তু নেশাগ্রস্থ ও পরকিয়ায় লিপ্ত  হওয়া স্বামীর নির্যাতনের মাত্র তীব্রতা হওয়ায় এবার তাকে বাড়ি ছাড়া হতে হয়। আশ্রয় নেয় গুরুদাসপুরে তার খালা সোহাগীর বাসায়। নির্যাতনের প্রতিকার চেয়ে ১৫/০৪/২৫ তারিখে জাহানারা বেগম নাটোর জজ আদালতে লিগ্যাল এইড মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, নাটোরের মল্লিকহাটি গ্রামের তার স্বামী- মো. সাহাবুদ্দিন, শশুর- মো. আব্দুল ওহাব, শাশুড়ি- মোছা. রেহেনা ও দেবর মো. মিন্টু।

এরপর থেকে মামলা তুলে নিতে জাহানারাকে প্রাণ নাশের ও জাহানারাকে আশ্রয় দেওয়ায় তার খালা সোহাগী বেগমকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন মাদকাশক্ত শাহাবুদ্দিন।

অপরদিকে একই পরিবারের জাহানারার চাচা শুশুর বিয়ে করেন জাহানারার খালা রাবেয়া খাতুনকে। রাবেয়ার স্বামী আলতাফ হোসেন বাচ্চুও নেশাগ্রস্থ হওয়ায় রাবেয়াকে অমানবিক নির্যাতন করে বাড়ি থেকে বেড় করে দেয় । রাবেয়া কোনো উপায় না পেয়ে গুরুদাসপুরে তার বোন সোহাগীর বাসায় আশ্রয় নেয়। । সেও স্বামীর নির্যাতনের প্রতিকার চেয়ে তার স্বামী- বাচ্চু, রাবেয়ার ভাই- জসিম ও জসিমের স্ত্রী- আকলিমার বিরুদ্ধে নাটোর জজ আদালতে লিগ্যাল এইড মামলা দায়ের করেন। বর্তমানে জাহানারা ও তার খালা রাবেয়া খাতুন গুরুদাসপুরে সোহাগীর বাসায় আশ্রয়ে আছেন। জাহানারা ও তার খালা রাবেয়াকে আশ্রয় দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন ও তার চাচা বাচ্চু সোহাগী খাতুনকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেয়। প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহাবুদ্দিনে বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন সোহাগী।

এবিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে শাহাবুদ্দিন বলেন, আমার স্ত্রী জাহানারা আমার উপরে অভিমান করে বাড়ি ছেড়ে তার খালার বাসায় অবস্থান করছে। অভিমান ভাঙ্গাতে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে চাইলে আমার খালা শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত