ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নেশাগ্রস্থ স্বামীর নির্যাতনে বাড়ী ছাড়া স্ত্রী আশ্রয় দাতাকে প্রাণ নাশের হুমকি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ২:৪২

বাবার পছন্দের ছেলের সঙ্গে একটু সুখে আশায় ঘর বেঁধে ছিলেন জাহানারা বেগম। এরপর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। তবে সেই সুখ আর বেশী দিন সইলো না জাহানারার কপালে। নেশাগ্রস্থ স্বামীর নির্যাতনে বাড়ী ছাড়তে হয় জাহানারাকে। কোনো উপায় না পেয়ে আশ্রয় নেয় খালার বাসায়। এবার আশ্রয়দাতা সেই খালাকেও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন নেশাগ্রস্থ স্বামী। প্রাণের ভয়ে বৃহস্পতিবার শাহাবুদ্দিনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর খালা সোহাগী খাতুন।  

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাযায়, প্রায় বিশ বছর পূর্বে নাটোরের মল্লিকহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে শাহাবুদ্দিন (৪৩) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নাটোরের তেবাড়িয়াউত্তর পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে জাহানারা বেগমের (৩৭)। বিয়ের পর কিছুদিন পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলোহ শুরু হয়। একদিকে স্বামীর যৌতুকের নির্যাতন অন্যদিকে স্বামীর পরোকীয়া। সব কিছু সহ্যকরে ২ ছেলেকে নিয়ে স্বামীর সংসারে মানিয়ে নিয়েছিলেন জাহানারা। কিন্তু নেশাগ্রস্থ ও পরকিয়ায় লিপ্ত  হওয়া স্বামীর নির্যাতনের মাত্র তীব্রতা হওয়ায় এবার তাকে বাড়ি ছাড়া হতে হয়। আশ্রয় নেয় গুরুদাসপুরে তার খালা সোহাগীর বাসায়। নির্যাতনের প্রতিকার চেয়ে ১৫/০৪/২৫ তারিখে জাহানারা বেগম নাটোর জজ আদালতে লিগ্যাল এইড মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, নাটোরের মল্লিকহাটি গ্রামের তার স্বামী- মো. সাহাবুদ্দিন, শশুর- মো. আব্দুল ওহাব, শাশুড়ি- মোছা. রেহেনা ও দেবর মো. মিন্টু।

এরপর থেকে মামলা তুলে নিতে জাহানারাকে প্রাণ নাশের ও জাহানারাকে আশ্রয় দেওয়ায় তার খালা সোহাগী বেগমকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন মাদকাশক্ত শাহাবুদ্দিন।

অপরদিকে একই পরিবারের জাহানারার চাচা শুশুর বিয়ে করেন জাহানারার খালা রাবেয়া খাতুনকে। রাবেয়ার স্বামী আলতাফ হোসেন বাচ্চুও নেশাগ্রস্থ হওয়ায় রাবেয়াকে অমানবিক নির্যাতন করে বাড়ি থেকে বেড় করে দেয় । রাবেয়া কোনো উপায় না পেয়ে গুরুদাসপুরে তার বোন সোহাগীর বাসায় আশ্রয় নেয়। । সেও স্বামীর নির্যাতনের প্রতিকার চেয়ে তার স্বামী- বাচ্চু, রাবেয়ার ভাই- জসিম ও জসিমের স্ত্রী- আকলিমার বিরুদ্ধে নাটোর জজ আদালতে লিগ্যাল এইড মামলা দায়ের করেন। বর্তমানে জাহানারা ও তার খালা রাবেয়া খাতুন গুরুদাসপুরে সোহাগীর বাসায় আশ্রয়ে আছেন। জাহানারা ও তার খালা রাবেয়াকে আশ্রয় দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন ও তার চাচা বাচ্চু সোহাগী খাতুনকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেয়। প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহাবুদ্দিনে বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন সোহাগী।

এবিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে শাহাবুদ্দিন বলেন, আমার স্ত্রী জাহানারা আমার উপরে অভিমান করে বাড়ি ছেড়ে তার খালার বাসায় অবস্থান করছে। অভিমান ভাঙ্গাতে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে চাইলে আমার খালা শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল