ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শহীদদের রক্তের স্বাধীনতাকে সম্মান করতে হবেঃ গোলাম পরওয়ার


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ২:৪৪

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮ টায় কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌরসভা'র আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের রক্তের স্বাধীনতাকে সম্মান করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে তাঁদের ঋণ শোধ করতে হবে। এ আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শোষণ মুক্ত, ন্যায়-ইনসাফপুর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার উপর ন্যস্ত দায়িত্ব পালন করুন। প্রয়োজনীয় সংস্কার শেষে মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন দিন।

এ সময় তিনি আরও বলেন, আমরা কালো যুগ থেকে পার হয়েছি। ফ্যাসিস্টরা আলেম ওলামা, ছাত্রদের বিনা দোষে বছরের পর বছর জেলে পুরে রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে বিনা দোষে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ইবলিসের পরামর্শে তারা জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে। হাসিনা মনে করেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে জামায়াত-শিবিরকে মর্যাদার আসনে বসিয়েছে। মহান আল্লাহ এ জাতির প্রতি নেয়ামত দান করেছেন। 

সম্মেলনে উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সালের সঞ্চালনায় ও লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম।বিশেষ অতিথির বক্তব্য কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী কয়েকটি দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে লাকসামকে জেলা ঘোষণা, "নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'' নামে একটি  স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা, লাকসামে ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল করা, লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক, লাকসাম-মুদাফরগঞ্জ সড়ক, লালমাই-চাঁদপুর সড়ককে চার লেনে উন্নীত করন, লাকসাম বাইপাস এবং বাগমারা বাজারের অবশিষ্ট দুই লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর  চালুর ব্যবস্থা করার দাবি জানান। 

এই সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মু. আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এ্যাডভোকেট মু. শাহাজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মুবীন, কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্রনেতা অধ্যাপক রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য মু. মিজানুর রহমান, মু. গোলাম সরওয়ার কামাল, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট বদিউল আলম সুজন, শ্যামপুর থানা আমীর আব্দুর রব ফারুকী, নাঙ্গলকোট উপজেলা আমীর মু. জামাল উদ্দিন, লাকসাম পৌরসভার সাবেক আমীর নুর মোহাম্মদ তাহেরী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ নুরুন নবী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, আবুল বাশার, হারুনুর রশিদ, সর্দার আব্দুল কাদের, মোহাম্মদ হোসাইন, জহিরুল ইসলাম জাবেরী, ছাত্রশিবির লাকসাম পৌরসভা সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত

বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ

ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল

আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের