ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, আহত ৫


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৩-৪-২০২৫ রাত ১০:৩৪

১০লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এক ব্যবসায়ীর কাছ থেকে,দাবীকৃত চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিএনপি নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে (বলাকা ইন্টারন্যাশনাল) সশস্ত্র হামলা চালিয়ে অফিস ভাংচুর করে একটি কম্পিউটার ও ক্যাশে থাকা নগদ ২লাখ ৭০ হাজার টাকা লুটপাটের অভিযোগ ওঠেছে। হামলায় পাঁচ জন আহত হয়ে চমেক হাসপাতাল ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা যায়।

(২৩"এপ্রিল) বুধবার দুপুর ২টার দিকে উপজেলা বড়উঠান ইউপির ২নং ওয়ার্ড এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার অভিযোগ ওঠেছে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলায় আহতরা হলেন,বড়উঠান ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মো: জাহাঙ্গীর (৪৫) সহ সভাপতি মুবিন চৌধুরী (৪৬) মো: হোসেন (৩৫), ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আমিন ও বলাকা ইন্টারন্যাশনালের অফিস ম্যানেজার হাফিজুর রহমান লিটন (৪৭)। তারা সকলেই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বলাকা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বড়উঠান ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মুবিন চৌধুরী  জানান,বেশ কিছুদিন আগে থেকে আমার মুঠো ফোনে কল দিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি পরিচয়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করে,বিভিন্ন সময় আমি তাদেরকে এড়িয়ে গেলেও গতকাল তারা চাঁদার বিষয়ে আমি ও আমার ব্যবসায়ীক পার্টনারদের সাথে কথা বলতে এসে কথা বলার এক পরযায়ে আমার পার্টনার জাহাঙ্গীরের মুঠো ফোন ছিনিয়ে নিয়ে আগামীকাল থেকে অফিস বন্ধ রাখার হুমকি দিয়ে যায় তারা,পরে আজকে দুপুরে নেজাম প্রকাশ বাল্লা,ফারভেজ,রিপন,হানিফ,জিয়া ও শাহাজান সহ ৫০/৬০ জন সিএনজি যোগে এসে ছুরি,রামদা, লাঠিসোটা নিয়ে তারা আমাদের ওপর হামলা করে। এসময় তারা বালু তুলার স্কেবেটার এবং প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে,সেখানে থাকা নগদ ২লাখ ৭০ হাজার টাকা ও অফিসে থাকা একটি কম্পিউটার নিয়ে যায়। এঘটনায় মামলার করার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি দৈনিক পূর্বদেশ'কে জানান,আমি এমন কাউকে ফোনও দি নাই আর টাকা চাওয়ার প্রশ্নই আসেনা,বালু মহালের বিষয়ে আমি কিছুই জানি না এটা একটা রাজনৈতিক চক্রান্ত মনে হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে রবিউল হোসেন রবি প্রথম প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছে বলেও জানান তিনি।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক পূর্বদেশ'কে জানান,হামলার  বিষয়ে জানার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে,ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত