ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, আহত ৫


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৩-৪-২০২৫ রাত ১০:৩৪

১০লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এক ব্যবসায়ীর কাছ থেকে,দাবীকৃত চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিএনপি নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে (বলাকা ইন্টারন্যাশনাল) সশস্ত্র হামলা চালিয়ে অফিস ভাংচুর করে একটি কম্পিউটার ও ক্যাশে থাকা নগদ ২লাখ ৭০ হাজার টাকা লুটপাটের অভিযোগ ওঠেছে। হামলায় পাঁচ জন আহত হয়ে চমেক হাসপাতাল ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা যায়।

(২৩"এপ্রিল) বুধবার দুপুর ২টার দিকে উপজেলা বড়উঠান ইউপির ২নং ওয়ার্ড এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার অভিযোগ ওঠেছে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলায় আহতরা হলেন,বড়উঠান ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মো: জাহাঙ্গীর (৪৫) সহ সভাপতি মুবিন চৌধুরী (৪৬) মো: হোসেন (৩৫), ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আমিন ও বলাকা ইন্টারন্যাশনালের অফিস ম্যানেজার হাফিজুর রহমান লিটন (৪৭)। তারা সকলেই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বলাকা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বড়উঠান ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মুবিন চৌধুরী  জানান,বেশ কিছুদিন আগে থেকে আমার মুঠো ফোনে কল দিয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি পরিচয়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করে,বিভিন্ন সময় আমি তাদেরকে এড়িয়ে গেলেও গতকাল তারা চাঁদার বিষয়ে আমি ও আমার ব্যবসায়ীক পার্টনারদের সাথে কথা বলতে এসে কথা বলার এক পরযায়ে আমার পার্টনার জাহাঙ্গীরের মুঠো ফোন ছিনিয়ে নিয়ে আগামীকাল থেকে অফিস বন্ধ রাখার হুমকি দিয়ে যায় তারা,পরে আজকে দুপুরে নেজাম প্রকাশ বাল্লা,ফারভেজ,রিপন,হানিফ,জিয়া ও শাহাজান সহ ৫০/৬০ জন সিএনজি যোগে এসে ছুরি,রামদা, লাঠিসোটা নিয়ে তারা আমাদের ওপর হামলা করে। এসময় তারা বালু তুলার স্কেবেটার এবং প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে,সেখানে থাকা নগদ ২লাখ ৭০ হাজার টাকা ও অফিসে থাকা একটি কম্পিউটার নিয়ে যায়। এঘটনায় মামলার করার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি দৈনিক পূর্বদেশ'কে জানান,আমি এমন কাউকে ফোনও দি নাই আর টাকা চাওয়ার প্রশ্নই আসেনা,বালু মহালের বিষয়ে আমি কিছুই জানি না এটা একটা রাজনৈতিক চক্রান্ত মনে হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে রবিউল হোসেন রবি প্রথম প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছে বলেও জানান তিনি।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক পূর্বদেশ'কে জানান,হামলার  বিষয়ে জানার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে,ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান