ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বারহাট্টায় বরো ধানের বাম্পার ফলন, ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১:৫১

আবহাওয়া অনুকূলে থাকায় বারহাট্টার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বরো ধানের সোনালি গালিচা। বোরো ধানের বাম্পার ফলনে মাঠ জুড়ে সোনালী ধানের শীষে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের হাজারো স্বপ্ন। তবে কষ্টে ফলানো ফসলের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষকরা।

ইতোমধ্যেই কৃষকের ঘাম ঝড়ানো স্বপ্নের সোনালী ফসল কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। অনেকেই ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভয়ে আগেই ধান কাটা শুরু করেছে। এ বছর বোরো ধানের ভালো ফলনে খুশি কৃষাণ-কৃষাণীরা।

সরেজমিনে জেলা সদর ইউনিয়নসহ সাহতা, বাউসী, রায়পুর, চিরাম, সিংধা, আসমা ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, ঝিরঝির হাওয়ায় দোল খাচ্ছে বিস্তির্ণ মাঠ জুড়ে পাকা ধান। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই চলতি বরো মৌসুমে ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। কৃষকের স্বপ্নের ধান বর্তমানে সোনালী রং ধারণ করেছে। পাকা ধানের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রতিটি গ্রামে গ্রামে। গ্রামীণ জনপদ জুড়ে এখন শুধুই ব্যবস্থা। কেউ ধান কাটায়, কেউ মারাইয়ে, কেউ খর শুকাতে আবার কেউ ধান সেদ্ধতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা সদর ইউনিয়নের কৃষক কুতুব উদ্দিন, মৌলা মিয়া, সাহতা এলাকার আবদুল কাদের, জসিম উদ্দিন, বাউসী এলাকার জজ মিয়া, জীবন তালুকদার, রায়পুর এলাকার মন্টু দাশ, আব্দুল করিম, চিরাম এলাকার বুলবুল হাসান, ঝন্টু সরকার, সিংধা এলাকার হারেস উদ্দিন, জামাল মিয়া জানান, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে আমাদের এলাকায় বোরো ধানের বাম্পার ফসল  ফলন হয়েছে। এ বছর পর্যাপ্ত সার এবং ঔষধের পাশাপাশি সেচের জন্য বিদ্যুৎ ঠিকমত পাওয়ায় বোরো ধান উৎপাদনে কোনো সমস্যা হয়নি। বৈশাখ মাস অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই আমাদের এলাকায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে।

তারা আরও বলেন, বিগত বছরগুলোতে এমন ধান হয়নি। তবে এবারের আবাদে সারের মুল্য ও কৃষি শ্রমিকের মূল্য একটু বেশি। তাই, বাজারে ধানের মূল্য বেশি হলে বোরো ধান চাষে লাভবান হওয়ার আশাবাদী তারা।

বরাবরের তুলনায় এবার ফলন বেশি হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তারা বলেন, আগের তুলনায় উৎপাদন খরচ ও শ্রমিক খরচ বেড়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। এতে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছি। কারণ ব্যবসায়ীরা ভাল দাম পেলেও লাভবান হয় প্রান্তিক কৃষকরা। কৃষকরা তাদের পরিশ্রমের ঘাম ঝরিয়ে ফসল ফলালেও ব্যবসায়ীদের ঘরে লাভের ভাগ বেশি ওঠার অভিযোগ করে চাষিরা আরও জানান, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা ন্যায়্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা যে ধান ৯০০-১০০০ টাকা মন দরে বিক্রি করে, সেই ধানই কিনে নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে ১৩০০-১৪০০ টাকা দরে। এতে আমরা কৃষক সমাজ ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। তারা জানান, জেলার অন্যান্য বাজার থেকে বারহাট্টা বাজারেই ধানের দাম কম পাওয়া যায়। অথচ বারহাট্টা উপজেলার বাইরের বাজার গুলোতে প্রতি মনে ১০০-২০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২শত হেক্টর। আবহাওয়া অনুকলে থাকায় চলতি বছর লক্ষ্য মাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে। ধান চাষ  বৃদ্ধি করা জন্য কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় সেই সাথে ধানে পোকা মাকর ও ব্রাষ্ট ভাইরাস না থাকায় বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও ধান কাটা ও মাড়াইয়ের জন্য এ বছর বারহাট্টার বিভিন্ন এলাকায় ২০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকদের যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়। তাই সরকারি ভাবে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ হচ্ছে এবং পাশাপাশি বাজার মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত