ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

চবিতে ধরা খেল ভুয়া শিক্ষার্থী : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছিল সম্পৃক্ত


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ২:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ভুয়া পরিচয়ে চলাফেরার অভিযোগে  এক শিক্ষার্থীকে শনাক্ত করেছে সাধারণ শিক্ষার্থীরা।  ভুয়া পরিচয়ধারী অভিযুক্ত ওই তরুণের নাম শাহরিয়ার মাহিম । সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  "ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং" (Electrical and Electronics Engineering) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিত।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।মাহিম শাহরিয়ার কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি, দীর্ঘদিন ধরে চবি ইইই বিভাগের শিক্ষার্থী পরিচয়ে পাশাপাশি   নিজেকে চবি রোভার স্কাউট গ্রুপের সদস্য পরিচয়েও প্রচার করতেন এবং সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
ভুয়া পরিচয় ও প্রতারণার অভিযোগে শিক্ষার্থীরা তাকে আটক করে ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল কাদেরের কাছে নিয়ে যান। অধ্যাপক ফজলুল কাদের নিশ্চিত করেন, মাহিম শাহরিয়ার চবি ইইই বিভাগের শিক্ষার্থী নন।

পরে তাকে প্রক্টর কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখানে তার কাছ থেকে রোভার স্কাউট গ্রুপের ভুয়া পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তার ছাত্রলীগের সক্রিয় সম্পৃক্ততা এবং প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

রোভার স্কাউট গ্রুপের সম্মানিত এসআরএম মারুফ ইসলাম সাজ্জাদ এক বিজ্ঞপ্তিতে জানান, মাহিম কখনোই গ্রুপের সদস্য ছিলেন না। বিষয়টি প্রকাশ্যে এলে ক্যাম্পাসজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

সহকারী প্রক্টর বজলুর রহমান জানান, মাহিম শাহরিয়ারকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা দপ্তরের প্রধান কিবরিয়া বলেন, তার পরিবারকে বিষয়টি জানানো হবে এবং ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি