বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছেন, ফুল দিয়ে হাজীদের রাষ্ট্রদূতের অব্যর্থনা

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার (২৯শে এপ্রিল ) স্থানীয় সময় সকাল ৭টায ১০ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ বিমানে প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৪জন। তার আগে, প্রথম সৌদি এয়ারলাইন্স ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছান।
বিমানবন্দরে হাজিদের অব্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিজনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকারসহ সৌদিআরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সৌদিআরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন হাজীদের অভ্যর্থনা সময় বলেন, রোড টু মক্কার অধীনে সরাসরি মক্কায় পৌছাবেন হাজীগণ, হাজীদের সৌদিআরবে বিমান বন্দরে এসে আর বসে থাকতে হচ্ছে না, তাদের সাথে কথা বলে তাদের হাসি দেখে মুগ্ধ এতে আমরা খুশী,
তিনি আরও বলেন, সৌদি সরকারের সহযোগিতায় বাংলাদেশ হজ্ব মিশন ও বাংলাদেশ দূতাবাস হজযাত্রীদের সহযোগিতায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে, যাতে করে হাজীদের নির্বিঘ্নে হজ্ব সম্পন্ন করে দেশে ফেরত যেতে পারেন।
সৌদিআরবে আগত হাজীগণ রোড টু মক্কার অধীনে জেদ্দা কিং আব্দুল আজিজুল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান এবং আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে হজ্বের সার্বিক ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান। এ র আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
জানা গেছে, হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন যাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ই জুন পবিত্র হজ পালিত হতে পারে।
এমএসএম / এমএসএম

জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার
