ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রদলের স্মারকলিপি


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ দুপুর ২:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি) শাখা।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল) শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহসীনের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এ পত্র দেন তারা।স্মারকলিপিতে বলা হয়, ১৯৯০ সালের পর দীর্ঘ তিন দশকেরও অধিক সময় চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। প্রশাসন এখনো চাকসু নির্বাচনের নীতিমালা চূড়ান্ত করতে পারেনি, ফলে নির্বাচন আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়সঙ্গত সংশয় ও হতাশা সৃষ্টি হয়েছে। নেতৃত্বের বিকাশ ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে তাদের নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। 

এতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, যারা অতীতে ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিলেন। এ ধরনের ব্যক্তিরা চাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে অন্তরায় হয়ে দাঁড়াতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে এসব অভিযুক্ত ব্যক্তিদের প্রভাবমুক্ত নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

পত্রে ৪টি দাবি উল্লেখ করেন তারা। এগুলো হলো-
১. অবিলম্বে চাকসু নির্বাচনের জন্য চূড়ান্ত নীতিমালা প্রণয়ন ও রোডম্যাপ প্রকাশ করা।

২. চাকসু নির্বাচনের পূর্বে প্রশাসন কর্তৃক গৃহীত সকল বৈষম্যমূলক পদক্ষেপ সংশোধন করা।প্রশাসনিক সংস্কারপূর্বক বিতর্কিত পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দায়িত্বে না রাখা। সর্বোচ্চ নিরপেক্ষ ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণ করা।

৩. শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বিশেষ গোষ্ঠীর প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. ক্যাম্পাসের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ের সংস্কৃতি দূর করে বিগত সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল গুপ্ত হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহসীন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্য নেতারা।

এমএসএম / এমএসএম

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার