মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের মারপিট সেনা সদস্যসহ আহত-৪
                                    নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে সাবেক সেনা সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত (২৪ এপ্রিল)বৃহস্পতিবার উপজেলার পরানপুর ইউপির ফেটগ্রাম এলাকায়।এঘটনায় সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ মান্দা থানায় বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মোস্তাক আহমেদ উপজেলার পরানপুর ইউপির ফেটগ্রাম এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অন্য আহতরা হলেল,মোস্তাক আহম্মেদের মা আক্তার বানু,স্ত্রী সাইফুন নাহার ও ছেলে শিফাত আহমেদ।
অপরদিকে অভিযুক্তরা হলেন একই এলাকার প্রতিবেশী নুরুজ্জামান মন্টু (৪৫),আফজাল হোসেন (৭০), রেখা মুনি রহমান (৩৮), ইশমো (৪০) ও আতাউর রহমান (৫০)।
অভিযোগ সুত্রে জানাগেছে,অভিযুক্তদের  সহিত পূর্ব হইতে জমিজমা নিয়ে বিরোধ চলিয়া আসছিলেন। এমতাবস্থায় গত ২৪ এপ্রিল সকাল ৭ ঘটিকার সময় ভোগদখলীয় সম্পত্তিতে বিদম্যান সিমেন্টের খুটি ও টিনের বেড়া ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন ক্ষতি সাধন করেন।এরপর গত (২৬ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৭ টার সময় দখলীয় সম্পত্তিতে থাকা বাঁশ ঝাড়ের বাঁশ কাটিতে গেলে উল্লেখিত অভিযুক্তরা আমার বাঁশ ঝাড়ে আসিয়া অতর্কিতভাবে আক্রমন করিয়া আমাকে ছিলা ফোলা জখম করেন।১নং অভিযুক্ত মন্টু তার হাতে থাকা দা দিয়ে কুপ দিয়ে হাঠুর নিচে রক্তাক্ত জখম করেন। এসময় আমার ডাক চিৎকারে শুনে আমার মা আগাইয়া আসলে ৩ ও ৪নং অভিযুক্ত আমার মাকে এলোপাতাড়ি মারপিট করে বুকে আঘাত করিয়া বেদনাদায়ক ফোলা জখম করে।২নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রী ও ছেলেকে মারপিট করে ছিলাফোলা জখম করেন। 
অভিযুক্ত নুরজ্জামান মন্টুর সাথে কথা হলে তিনি বলেন,জমিজমা সংক্রান্তের জের ধরে উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এটনায় বাদী মোস্তাকের মারপিটে আমার বাবার চোখের সামনে কেটে ক্ষত হয়েছে।বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মারামারির বিষয়ে সাবেক সেনা সদস্য বাদী ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু
                টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন
            Link Copied