ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

চবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে আলভী- নাবেরী


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন রাফসান হোসেন আলভী ও সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী। মঙ্গলবার ( ৬ই মে) গভর্নিং বডি ও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন বিভাগের হেডের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়াও কমিটির গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি (এডমিন) সাদিয়া ইসলাম মৌ,সহ-সভাপতি ( ফাইন্যান্স) ওমর বিন কাসেম ইফতি, সহকারী সাধারণ সম্পাদক এইচ.এম. সাব্বির হোসেন, মেহেদী হাসান রবিন, মোঃ সাদমান আল-তাহসিন, তানজিম মেহজাবিন দায়িত্ব পালন করবেন। 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ও সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, সাজিয়া রহমান ও আব্দুল্লাহ আল তানিম দায়িত্ব পালন করবে।কমিটিতে ইভেন্ট ম্যানেজমেন্টের হেড হিসেবে মোঃ নাজমুল হাসান, পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন বিভাগের হেড হিসেবে উম্মে হুমায়রা সায়কা আফসার, এডমিন ও এইচআর বিভাগের হেড হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাকিরুল ইসলাম। 

কনটেন্ট ম্যানেজমেন্ট এর হেড হিসেবে জান্নাতুল ফেরদৌস জিন্নাত, ব্র্যান্ডিং ও গ্রাফিক্স বিভাগের হেড হিসেবে তাহসিনুল আলম , কর্পোরেট এফেয়ার্স বিভাগের হেড হিসেবে তুষার নাথ অন্তু,  মিডিয়া ও আইটি বিভাগের হেড বৈভব দেওয়ান এবং প্রেস বিভাগের সমন্বয়ক হিসেবে এম.এইচ. মহসিন দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত সভাপতি রাফসান হোসেন আলভী বলেন, "ক্যারিয়ার ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ অবস্থানে পৌঁছাতে আমাকে অনেকটা সময় পরিশ্রম করতে হয়েছে এবং আমার সিনিয়রদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুনদের উদ্দেশ্যে বলছি, সবসময় শেখার মানসিকতা রাখবে এবং সফলতার পেছনে না ছুটে কাজের প্রতি মনোযোগী হবে। 

সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী চিটাগাং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব - সিউসিসি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত।আমি কৃতজ্ঞ পূর্ববর্তী কমিটির প্রতি, যারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের সিনিয়র-জুনিয়র একসঙ্গে একটি টিম হয়ে ক্লাবের উন্নয়নে কাজ করে যাব।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৯ সালে তার যাত্রা শুরু করে।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি