ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

চবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে আলভী- নাবেরী


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন রাফসান হোসেন আলভী ও সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী। মঙ্গলবার ( ৬ই মে) গভর্নিং বডি ও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন বিভাগের হেডের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়াও কমিটির গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাহিদুল ইসলাম, সহ-সভাপতি (এডমিন) সাদিয়া ইসলাম মৌ,সহ-সভাপতি ( ফাইন্যান্স) ওমর বিন কাসেম ইফতি, সহকারী সাধারণ সম্পাদক এইচ.এম. সাব্বির হোসেন, মেহেদী হাসান রবিন, মোঃ সাদমান আল-তাহসিন, তানজিম মেহজাবিন দায়িত্ব পালন করবেন। 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ও সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, সাজিয়া রহমান ও আব্দুল্লাহ আল তানিম দায়িত্ব পালন করবে।কমিটিতে ইভেন্ট ম্যানেজমেন্টের হেড হিসেবে মোঃ নাজমুল হাসান, পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন বিভাগের হেড হিসেবে উম্মে হুমায়রা সায়কা আফসার, এডমিন ও এইচআর বিভাগের হেড হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাকিরুল ইসলাম। 

কনটেন্ট ম্যানেজমেন্ট এর হেড হিসেবে জান্নাতুল ফেরদৌস জিন্নাত, ব্র্যান্ডিং ও গ্রাফিক্স বিভাগের হেড হিসেবে তাহসিনুল আলম , কর্পোরেট এফেয়ার্স বিভাগের হেড হিসেবে তুষার নাথ অন্তু,  মিডিয়া ও আইটি বিভাগের হেড বৈভব দেওয়ান এবং প্রেস বিভাগের সমন্বয়ক হিসেবে এম.এইচ. মহসিন দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত সভাপতি রাফসান হোসেন আলভী বলেন, "ক্যারিয়ার ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ অবস্থানে পৌঁছাতে আমাকে অনেকটা সময় পরিশ্রম করতে হয়েছে এবং আমার সিনিয়রদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুনদের উদ্দেশ্যে বলছি, সবসময় শেখার মানসিকতা রাখবে এবং সফলতার পেছনে না ছুটে কাজের প্রতি মনোযোগী হবে। 

সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী চিটাগাং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব - সিউসিসি এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে আমার জীবনের একটি গর্বের মুহূর্ত।আমি কৃতজ্ঞ পূর্ববর্তী কমিটির প্রতি, যারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের সিনিয়র-জুনিয়র একসঙ্গে একটি টিম হয়ে ক্লাবের উন্নয়নে কাজ করে যাব।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৯ সালে তার যাত্রা শুরু করে।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা