ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঐতিহ্যবাহী সাম্পান খেলা'র ১৯তম আসর শুরু, থাকছে চারদিন ব্যাপী চাটগাঁইয়া সংস্কৃতি মেলা


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ৯-৫-২০২৫ দুপুর ২:১৭

কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট থেকে দু'টি যাত্রীবাহী লঞ্চ তার সাথে সাম্পান ভেসে চলেছে এক ঘাট থেকে অন্য ঘাটে।সেখানে রয়েছেন পরিবেশবিদ, সংস্কৃতিকর্মী, রাজনীতিক ব্যক্তিবর্গ কেউ আবারও সমাজকর্মী,কেউ শিক্ষক। রয়েছেন সংবাদকর্মীও। বিশেষ এই আয়োজনের উদ্দেশ্য হলো কর্ণফুলী নদীর দখল-দূষণ ঠেকাতে সচেতনতা বাড়ানো। এজন্য এটি এক ঘাট থেকে অন্য ঘাটে ভিড়ছে। আরোহীরা লঞ্চের সুদৃশ্য মঞ্চে মেতে উঠেছেন গান-নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। এসব গানে রয়েছে সচেতনতার বার্তা। আছে চট্টগ্রামের ঐতিহ্য, কর্ণফুলীর হারানো ঐশ্বর্যের কথাও। গান গেয়ে তাঁরা সাধারণ মানুষকে শুধু সচেতন করছেন তাই না স্মৃতিকাতরও করছেন তারা এইগানের মাধ্যমে!

গতকাল বুধবার কর্ণফুলী নদীতে এ দৃশ্য দেখা গেছে। সাম্পানটি সকাল ৯টায় চট্টগ্রাম সদরঘাট থেকে রওনা হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালায়। চট্টগ্রাম নগরীর অর্ধকোটি মানুষের পানির অন্যতম উৎস কর্ণফুলী নদীকে দখল ও দূষণ থেকে রক্ষা করতেই এ উদ্যোগ।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও  কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের যৌথ আয়োজনে চার দিনব্যাপী ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা’র ১৯তম আসরের প্রথম দিনের অনুষ্ঠানে রয়েছে "বিনি সুতার মালা"। কর্ণফুলীকে দখল-দূষণমুক্ত রাখতে এ আয়োজনে নদীর দুই পাশের সব কটি ঘাট ও জনবসতিতে আলোচনা এবং সাংস্কৃতিক নৃত্য আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে প্রথম দিন সাম্পানটি সদরঘাট, চরপাথরঘাটা, নয়াহাট, কালুরঘাট, বোয়ালখালী, লাম্বুরহাট, গোচরা বাজার, গোডাউন ঘাট, ইছাখালী ঘাট, গোদালাঘাট, চৌধুরী হাট, দোভাষী বাজারে গিয়ে আলোচনা, নৃত্য ও চট্টগ্রামের আঞ্চলিক গানের আসরের মাধ্যমে সচেতনতা এবং চাঁটগাইয়া মেলার প্রচার করা হয়।

এর আগে, সকালে নগরীর সদরঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের আলহাজ্ব ফারহাদ উদ্দিন সোহাগ।

যাত্রা শুরুর প্রাক্কালে সাম্পানে তৈরি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।চাটগাঁইয়া সাম্পান মেলা ও সাংস্কৃতিক মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আলীউর রহমানের সভাপতিত্বে ও চরপাথরঘাটা ইউনিয়ন জামাত নেতা মো: মুছা মেম্বার ও বিএনপি নেতা সেলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্বাস কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন-আহব্বায়ক আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন ইন্জিনিয়ার মির্জা ইসমাইল, আলী আহমদ মাষ্টার, মির্জা বাহার,এম মঈন উদ্দিন, ইন্জিনিয়ার হারুন, শেখ আহমেদ ইম, রমজান আলী রমু ও দেলোয়ার হোসাইন প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে আলী আব্বাস বলেন, কর্ণফুলীর দখল ও দূষণে মানুষের চেয়ে নদী ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর দায়ভার বেশি। কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় কর্ণফুলী নদী আজ হুমকির মুখে। লাখ লাখ মানুষের তৈরি করা বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। নদীর উভয় তীরের শতাধিক শিল্পকারখানা, বাজার, ঘাটের মাধ্যমে নদী দূষণ হচ্ছে। তাই কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৯ মে) সকাল ১১টায় নগরীর চরপাথরঘাটা ব্রিজঘাট থেকে শুরু হবে সাম্পান শোভাযাত্রা। এতে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার জাহিদুল আলম।

আয়োজকরা জানান, আয়োজনের দ্বিতীয়দিন শুক্রবার সকাল ১১টায় ব্রিজঘাট থেকে বন্দর মোহনা পর্যন্ত ৩০০ সাম্পানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ সাম্পান র‍্যালি। এ ছাড়া ১১ মে বিকেল নগীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট থেকে সাম্পান বাইচ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে চরপাথরঘাটা সিডিএ মাঠে অনুষ্ঠিত হবে চাটগাঁইয়া সংস্কৃতিমেলা ।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান