সমাবর্তন উপলক্ষে চবি সেজেছে নতুন সাজে
দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন। এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসবের আমেজে মুখর পুরো পরিবেশ, যেন এক অন্য রূপে ধরা দিয়েছে চবি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে একাডেমিক ভবন, বিভিন্ন দফতর, আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, মূল ফটক—কোনো কিছুই বাদ যায়নি সাজসজ্জা থেকে। ক্যাম্পসজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল ও সবুজ রঙের ঝলমলে বাতি। রঙিন আলোকসজ্জায় সন্ধ্যার পর পুরো ক্যাম্পাস যেন পরিণত হয়েছে এক স্বপ্নপুরীতে।
শুধু আলোকসজ্জা নয়, ক্যাম্পাসজুড়ে চলছে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। দেয়ালে দেয়ালে রঙ করাসহ চলছে সৌন্দর্য বর্ধনের নানা উদ্যোগ। সেই সাথে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রাঙা ফুলের পসরায় ক্যাম্পাসে বিরাজ করছে এক প্রেমময় আবহ। সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।
সমাবর্তনের আমন্ত্রণপত্র, গাউন বিতরণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমেও যেন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার এই সমাবর্তন ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বুথ ও সেবা কেন্দ্র। সর্বত্রই ছড়িয়ে আছে সমাবর্তনের আনন্দ ও গর্ব।
শিক্ষার্থীরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি আবেগ, অপেক্ষার ফসল এবং বিশ্ববিদ্যালয় পরিবারের একসঙ্গে উদযাপনের এক অনন্য উপলক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, ৫৮ বছরের ইতিহাসে মাত্র চারটি সমাবর্তন হয়েছে। বর্তমান প্রশাসনের উদ্যোগে এবার আমরা সেই সীমাবদ্ধতা ভেঙে ইতিহাস গড়ছি।
সমাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, একক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি দেশের সবচেয়ে বড় সমাবর্তন। আমরা আশা করছি, ভবিষ্যতে নিয়মিত সমাবর্তন আয়োজন করা সম্ভব হবে। এই সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন এক উৎসবের আমেজ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা