ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সমাবর্তন উপলক্ষে চবি সেজেছে নতুন সাজে


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১২:৫৫

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন। এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসবের আমেজে মুখর পুরো পরিবেশ, যেন এক অন্য রূপে ধরা দিয়েছে চবি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে একাডেমিক ভবন, বিভিন্ন দফতর, আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, মূল ফটক—কোনো কিছুই বাদ যায়নি সাজসজ্জা থেকে। ক্যাম্পসজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল ও সবুজ রঙের ঝলমলে বাতি। রঙিন আলোকসজ্জায় সন্ধ্যার পর পুরো ক্যাম্পাস যেন পরিণত হয়েছে এক স্বপ্নপুরীতে।

শুধু আলোকসজ্জা নয়, ক্যাম্পাসজুড়ে চলছে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। দেয়ালে দেয়ালে রঙ করাসহ চলছে সৌন্দর্য বর্ধনের নানা উদ্যোগ। সেই সাথে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রাঙা ফুলের পসরায় ক্যাম্পাসে বিরাজ করছে এক প্রেমময় আবহ। সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

সমাবর্তনের আমন্ত্রণপত্র, গাউন বিতরণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমেও যেন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার এই সমাবর্তন ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বুথ ও সেবা কেন্দ্র। সর্বত্রই ছড়িয়ে আছে সমাবর্তনের আনন্দ ও গর্ব।

শিক্ষার্থীরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি আবেগ, অপেক্ষার ফসল এবং বিশ্ববিদ্যালয় পরিবারের একসঙ্গে উদযাপনের এক অনন্য উপলক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, ৫৮ বছরের ইতিহাসে মাত্র চারটি সমাবর্তন হয়েছে। বর্তমান প্রশাসনের উদ্যোগে এবার আমরা সেই সীমাবদ্ধতা ভেঙে ইতিহাস গড়ছি।

সমাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, একক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি দেশের সবচেয়ে বড় সমাবর্তন। আমরা আশা করছি, ভবিষ্যতে নিয়মিত সমাবর্তন আয়োজন করা সম্ভব হবে। এই সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন এক উৎসবের আমেজ বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা