তীব্র তাপদাহে নাজেহাল বারহাট্টার জনজীবন
প্রখর তাপপ্রবাহ আর তীব্র গরমে জনজীবন এক রকম বিপর্যস্ত। বর্তমানে সারাদেশ জুড়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় লোডশেডিং। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। বাইরে প্রচণ্ড গরম, আর ঘরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার মানুষের জনজীবন। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে গরম অনুভূত হচ্ছে বেশি। এরই মধ্যে দীর্ঘসময় জুড়ে চলে লোডশেডিং। গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড গরম আর রোদে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কমেছে তাদের আয় রোজগার। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। প্রকৃতির এমন বিরূপ আচরণে ভোগান্তিতে পড়ছে ছোট-বড় সব বয়সের মানুষ।
উপজেলা সদরের কাশবন এলাকার দিনমজুর রহিছ মিয়া, নিজাম উদ্দিন, সাহতা ইউনিয়নের জীবন মিয়া, নিরঞ্জন সরকার, আসমা ইউনিয়নের নূরুল ইসলাম, সাহেব আলীর সাথে কথা বললে তারা বলেন, প্রচণ্ড গরমের কারণে কাজে নামতে পারতাছি না। ওহন দাওয়ামারির মৌসুম কাজ পাইলেও গরমের কারণে ক্লান্ত হইয়া যাই, আগের মতন পরিশ্রম করতে পারি না গরমের কারণে হাপাইয়া উঠি তাই, মজুরিও পাই কম। আগে সারাদিনে ৬০০-৮০০ টাকা রোজ কামাইতে পারতাম কিন্তু অহন ৩০০-৪০০ টাকা কামাইতেই দম বাইরইয়্যা যায়। সারাদিনে যা কামাইতে পারি তাই দিয়াই কোন রহম সংসার চালাই।
উপজেলা সদরের অটোরিকশা চালক কাশবন গ্রামের করিম মিয়া বলেন, 'গত তিন-চার দিন ধরে আয় রোজগার অনেক কমে গেছে। বেলা বড়ার সাথে সাথে তাপও বাড়ে। বেলা ১২টার পরে রাস্তায় কোনো যাত্রীই থাকে না। এমন চলতে থাকলে পরিবার পরিজনের মুখে দু'মুঠো ভাত তুলে দিতে কষ্ট হবে। তাছাড়া আমার সাত বছর বয়সী শিশু সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে। আজকের রোজগারের টাকা দিয়ে তার চিকিৎসা করাব।'
বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামের কৃষক জজ মিয়া বলেন, বৈশাখ মাস পুরাটাই ধরতে গেলে বৃষ্টি হয় নাই। ছোটকাল থেকে শুরু করে ৫১ বছর যাবৎ আমি কৃষি কাজের সাথে জড়িত কিন্তু বৈশাখ মাসে এমন তাপ কখনও হয় নাই। বৈশাখ মাসে ঝড়-বৃষ্টির ভয়ে থাকতাম কিন্তু এ বছর পুরাই উল্টা বৃষ্টির আশায় থাকি কিন্তু বৃষ্টি হয় না। এখন ধান কাটার সময় কিন্তু রোদের প্রচন্ড তাপে মাঠে কাজ করতে খুব পরিশ্রম হয়। গত দিন পনেরো আগে বৃষ্টি হওয়ার পরে এ সপ্তাহে তাপ আরও বেড়ে গেছে।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, গরমজনিত রোগ থেকে রক্ষা পেতে ও সুস্থ থাকতে হলে বেশি করে পানি পান করতে হবে। বাসি-পচা খাবার পরিহার করতে হবে। তাছাড়াও ভাজা-পোড়া খাবার খাওয়া যাবে না। রোদ এড়িয়ে চলতে হবে। যথাসম্ভব ছায়া-শীতল স্থানে থাকতে হবে। প্রচণ্ড গরম পড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে স্যালাইনসহ সব ধরনের ওষুধ সরবরাহ আছে। সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি