ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সুনামগঞ্জে প্রতিবন্ধী যুবককে নির্যাতনের ঘটনার মামলায় হতাশায় এলাকাবাসী নিরীহদের মুক্তির দাবী তাদের


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ১০:২৩

সুনামগঞ্জে গৌরারং ইউনিয়নে টুকের গাঁও এলাকায় আলোচিত প্রতিবন্ধী যুবককে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনার মামলায় নিরীহ ব্যক্তিদের আসামি করা হয়েছে। যা নিয়ে স্থানীয় লোকজন ও পঞ্চায়েতগণের মধ্যে চলছে হতাশা। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করা হয়েছে। ‌জানা যায় গত ৩ মার্চ ২০২৫ইং তারিখে  সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় ।  জানা যায় টুকেরগাও গ্রামের এক প্রতিবন্ধী যুবককে গাছের সাথে বেঁধে অমানবিক ভাবে মারপিট ও নির্যাতন করেছে কয়েকজন সন্ত্রাসী। এসময় হাফিজ মাওলানা রুহুল আমিন নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার পথে এমন দৃশ্য দেখে তিনি হাতে থাকা মোবাইলে ভিডিও ধারণ করে ফেইসবুকে পোষ্ট করেন এবং ৯৯৯এ পুলিশকে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় প্রতিবন্ধী ভারসাম্যহীন যুবক মানিক মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান । এঘটনার সাথে জড়িত পার্শ্ববর্তী জগাইরগাঁও এলাকার মোঃ: আইয়ুব আলী,  সুজাত মিয়াসহ ভিডিও ফুটেজে যাদের চিহ্নিত করা হয়েছিল তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে যান। এলাকাবাসী সূত্রে জানা যায় একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা কলমদর আলীর ছেলে হাফিজ মাওলানা রুহুল আমিন। যিনি ঐ ঘটনা ভিডিও না করলে এমন অমানবিক নির্যাতনের খবর কেউ জানতেই পারতো না। ঐ ঘটনাকে কেন্দ্র করে নিজের অপরাধ আড়াল করতে হামলাকারী মোঃ: আইয়ুব আলী, আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২৯০/২৫ইং,সদর সুনামগঞ্জ। যে মামলায় ভিডিও ধারণকারী পুলিশকে খবর দাতা হাফিজ মাওলানা রুহুল আমিনকে  সাক্ষী না রেখে ১নং আসামি এবং তার পিতা কলমদর আলীকে ৩নং আসামি করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে টুকেরবাজার এলাকাবাসীর ও পঞ্চায়েতগনের মধ্যে হতাশা তৈরি হয়। একজন ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবককে দিবালোকে গাছের সাথে বেঁধে অমানবিক ভাবে একদল সন্ত্রাসী মারপিট করবে আর পুলিশ এবং সাংবাদিক দের জানানোর কারণে যদি  মামলার আসামি হতে হয় তাহলে অপরাধকর্ম কমান্ডের প্রতিবাদ কেউ করবে না এবং সমাজের অপরাধ কর্মকান্ড ঘটলে পুলিশকে কেউ সঠিক তথ্য দিবেনা। এমন ভাবে কান্না জড়িত কন্ঠে জানান ভূক্তভোগী পরিবার। সরেজমিনে টুকেরগাও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলাপ করে জানতে চাইলে । টুকেরগাও গ্রামের বাসিন্দা পঞ্চায়েত মোঃ তাহের আলী, মোঃ আব্দুর রউফ, সাইদুল ইসলাম, আব্দুল গণি, সাবেক ইউপি সদস্য জাহানারা বেগম, বরকত আলী ইমাম, শফিকুল ইসলাম,সাহিদ আলীসহ সকলের একই কথা তারা জানান হাফিজ মাওলানা কোন অপরাধ করেনি? প্রতিবন্ধী মানিক মিয়াকে অমানবিক ভাবে গাছের সাথে বেঁধে যারা নির্যাতন করেছে তাদের ভিডিও করে এবং ৯৯৯এ পুলিশসহ সবাইকে জানিয়েছে।একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হাফিজ রুহুল আমিন। এখন কি করে হাফিজ মাওলানা রুহুল আমিন ও তার বাবাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে ? পুলিশ সুপারের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরিহ ব্যাক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি । পাশাপাশি জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিও জানান তারা। ঐ মামলা থেকে অব্যাহতি পেতে ভূক্তভোগী হাফিজ মাওলানা রুহুল আমিনের পিতা কলমদর আলী পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেছেন।
এব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন সদর থানার অফিসার ইনচার্জকে আবুল কালামের নিকট বলে দিয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য এবং কোন নিরিহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা