নোয়াখালীতে বিএনপি নেতা আপেলের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন
নোয়াখালীতে দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করায় আগামী ১০ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকার অফিস খুলে দেওয়ার দাবিতে জেলা বিএনপির সদস্য ও দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।
রোববার (১৮ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলতি ধারা পত্রিকার সম্পাদক এম.বি আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এন.টিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মুনতাসিম বিল্লাহ সবুজ, প্রথম আলোর নোয়াখালী প্রতিবেদক মাহবুবুর রহমান, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মানিক ভূঁইয়া, নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টিভির নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, আমার দেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া, আমার সংবাদের নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ প্রমূখ।
এসময় চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, সাংবাদিক জামাল হোসেন বিশাদ, জি টিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. সেলিম, এনটিভি অনলাইনের আবদুল্লাহ চৌধুরী, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদার, বাংলা ভিশনের ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, মানব জমিনের কবিরহাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, ইনকিলাবের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আনোয়ার তোহা, ভোরের কাগজের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি লিটন দত্ত, হাতিয়া কন্ঠ পত্রিকার সম্পাদক এম দিলদার উদ্দিন, সাংবাদিক মোজ্জামেল হোসেন কামাল, নয়া সকাল সম্পাদক জুয়েল রানা লিটন, ডেইলি ক্যাম্পাস নোয়াখালী প্রতিনিধি মাহমুদ ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলা শহরের সমবায় ব্যাংক লিমিটেড মার্কেটের সালামির মাধ্যমে মালিকানা গ্রহণকারী ব্যবসায়ীদের জোরপূর্বক বের করে দিয়ে মার্কেটের দোকানগুলো দখল করার চেষ্টা করছে জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেলসহ একটি চক্র। এই নিয়ে মার্কেটের দোকান মালিকরা ফুঁসে ওঠেছে। ওই জোরপূর্ব দখল কর্মযজ্ঞের অংশ হিসেবে মার্কেটের নিচ তলায় অবস্থিত দৈনিক সফল বার্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আবদুল মোতালেব আপেল ও তাঁর চক্রের সদস্যরা। এই নিয়ে গত ০১ জানুয়ারী, ০৪ জানুয়ারী ও ২০ জানুয়ারী দখলবাজ আবদুল মোতালেব আপেলের বিরুদ্ধে দৈনিক সফল বার্তা পত্রিকায় সিরিজ সংবাদ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, ওই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল গত ১৩ মে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোয়াখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক সফল বার্তা পত্রিকার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেন। একই সঙ্গে দৈনিক সফল বার্তা পত্রিকার কার্যালয় খুলে দেওয়ারও দাবি জানান।
এছাড়া মানববন্ধন কর্মসূচি থেকে দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন ও বন্ধের দাবি তোলেন সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান
ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল
মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা
আমরা দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি - আবুল কালাম
বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লাকসামে ৪নং ওয়ার্ডে বিএনপি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়
মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল
কালকিনির‘কুমার ডুবি’ খাল দখল ও দূষণে বিপর্যস্ত
রাজশাহীর বাগমারায় ৯৫ কোটি টাকার সমিতি কেলেঙ্কারি: ২৩০০ গ্রাহক নিঃস্ব।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার