ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১:৩

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সিপিএসসি, নরসিংদীর অভিযানে মাধবদী থানার মেঘনা বাজার সংলগ্ন বঙ্গারচর এলাকা থেকে ১৭ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক হন মোঃ আশরাফুল ইসলাম (২২) ও সুফিয়া বেগম (৬০)। আশরাফুল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিয়াবই বাগবড়ি বাজার এলাকার বাসিন্দা এবং সুফিয়া গাজীপুর জেলার গাছা থানার দাখিল খান এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে ১৭ কেজি শুকনো গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও সরবরাহ করে আসছিল। তারা নরসিংদীসহ আশপাশের এলাকায় মাদক বিস্তারে সক্রিয় ছিল।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ নির্মূলে র‍্যাব-১১ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে র‍্যাব-১১ এখন পর্যন্ত চাঞ্চল্যকর অপরাধে জড়িত ৯৩ জন, আরসা সদস্য ১৫ জন, হত্যা মামলার ১১৬ আসামি, ধর্ষণ মামলার ৫১ আসামি, অস্ত্র মামলায় ১৬ জনসহ ৮৫টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মাদকবিরোধী অভিযানে ২৮৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এছাড়া ৪৪ জন অপহরণকারী গ্রেফতার ও ৩৮ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ মোট ২৮১ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, এ তথ্য র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ