ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রাজউকের উদাসীনতায় মিরপুরে হেরিটেজ কন্সট্রাকশনের নির্মানাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত ১ আহত ১


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৪:২৪

রাজধানীর মিরপুরে গত ১৮ তারিখে মিরপুর -৬ এর  হেরিটেজ কন্সট্রাকশনের নির্মাণাধীন ভবনের কাজ চলাকালীন সময়ে দেয়াল ধ্বসে পড়ে   পাশের বাড়ীর টিনের চাল ভেঙ্গে ঘুমন্ত শিশু রাইসার (১১ মাস)  মৃত্যু ও তার নানা আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার মামলা সূত্রে জানা যায়, মিরপুর ৬ নম্বরের দুই নম্বার রোডের  বি ব্লকে হেরিটেজ কনস্ট্রাকশনের  একটি বহুতল ভবনের  কাজ চলাকালীন সময়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে পড়ে পাশের বাড়ীর টিনের চাল ভেঙ্গে ঐ ঘরে ঘুমিয়ে থাকা  ১১ মাস বয়সি শিশু রাইসার  করুন মৃত্যু হয় এবং তার পাশে ঘুমিয়ে থাকা রাইসার নানা  গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। মামলার বাদী, রিয়াজ খলিফা জানান যে এ বিষয়ে মিরপুর মডেল থানায়, হেরিটেজ কন্সট্রাকশনের মালিক,  জি এম ও অন্যান্য কর্মকর্তা সহ ৬ জন এর নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা  ৮/ ১০  জনকে বাদী করে একটি মামলা দায়ের করা হয়। 

মামলায়  ১ নম্বর আসামি হলেন, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পরিচালক মিরাজ মুক্তাদির, ২ নং  জয়নাল আবেদীন (প্লট মালিক), ৩নং আসামি হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জিএম জনাব সাদিক, ৪ নং মোহাম্মদ বেলায়েত হোসেন, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রধান প্রকৌশলী   ও ৫ নং আসামি সাইট ইঞ্জিনিয়ার রিফাত ও গ্রেপ্তারকৃত  ৬ নং আসামি সাইট ইঞ্জিনিয়ার ফয়সাল ইবনে কালাম সহ আরো অজ্ঞাতনামা  ৮ থেকে ১০ জন।
মামলার বাদি মিরাজ খলিফা এজাহারে উল্লেখ করেন যে আমার ভাড়া বাসার পাশে হেরিটেজ কন্সট্রাকশনের  ৭ তলা একটা  ভবনের কাজ চলমান রয়েছে  অথচ সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী  নেই । তিনি  নিরাপত্তা বেষ্টনীহীনতার জন্য  রাজউক কতৃপক্ষকে দায়ী করেন । এই নির্মম মৃত্যুর জন্য তিনি হেরিটেজ  কন্সট্রাকশন কোম্পানি ও রাজউকের দায়ীত্বশীল কর্মকর্তাদেরকে দায়ী করেন।

স্থানীয়  একাধীক সাধারণ জনগণের দাবী, রাজউক এর ভবন নির্মান বিধিমালা অমান্য  করে  এমন দুর্বল নিরাপত্তা বেষ্টনি দিয়ে এ ধরনের ভবন নির্মান কাজ কখনো হতে পারে না।  তারা আরো বলেন এ ক্ষেত্রে  রাজউকের বিধি-বিধান মেনে সমস্ত কাজ করার কথা ছিল কিন্তু তারা তা করেনি ।  সাধারণ জনগণের অভিযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের গাফিলতি ও  কর্তৃপক্ষের উদাসীনতায় এ ভাবে বিভিন্ন নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে বা নির্মান সামগ্রী পড়ে গিয়ে,  ঝরে যাচ্ছে  অগনিত  তাঁজা প্রাণ।একাধিক সূত্র নিশ্চিত করেছে, ঘটনার দিন  ওখান থেকে শ্রমিক সহ ১১ জনকে গ্রেফতার করা হয়,দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত থানা অভ্যন্তরে আসামিদের পক্ষের সঙ্গে বাদীর দফায় দফায় মীমাংসায় বসেও মীমাংসা হয় নাই । পরবর্তীতে গ্রেফতারকৃত একজনকে আসামি করে কোর্টে চালান দিয়ে বাকী সকলকে কোম্পানির প্রতিনিধির জিম্মায় ছেড়ে দেওয়া হয় ‌।স্থানীয় নেতা পরিচয় দানকারি লিটন নামে একজনের মধ্যস্থতায় এই দেন দরবার হয় ‌।উল্লেখ্য যে মামলায় হেরিটেজ কনস্ট্রাকশন লেখা থাকলেও, সেখানে সাইনবোর্ড ঝুলানো আছে, আবেদিন টাওয়ার নামে ।

এ বিষয়ে রাজউক এর মহাখালী  জোন ৩ এর পরিচালক, সালেহ আহম্মেদ জাকারিয়াকে ফোন করলে তিনি বলেন ইতি মধ্যে আমাদের কর্তব্যরত কর্মকর্তারা ওখানে তদন্তে গিয়েছে কিন্তু সরজমিন তদন্তে তাদের কাউকে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট জোনের  অথোরাইজ অফিসার শেগুপ্তা শারমিন আশরাফকে একাধিকার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। তদন্তে আরো জানা যায় যে উক্ত এলাকায় বর্তমানে  রাজউকের কোনো পরিদর্শক কর্তব্যরত নেই। এই এলাকাটি এখন রাজউক পরিদর্শক শুন্য অবস্থায় আছে।

এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী  কর্মকর্তা  মোঃ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বাদীর সাথে আসামিদের আপোষ না হওয়ায় মামলা হয়েছে এবং একজন আসামিকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

গ্রাহকদের ৩ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও এম.এম. সেইফ সিকিউরিটির মালিক মাসুদ রানা

আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা'র অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারে ‘শিরিন মেকওভার অ্যান্ড বিউটি সেলন’-এর উদ্বোধন

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের

কোম্পানীগঞ্জ সড়কে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

উত্তরায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

আওয়ামী নেতা শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পুবালী মার্কেটের ব্যবসায়ীরা

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

খিলগাঁও ডেমরা- রামপুরা মহাসড়কে চোরের লিডার সুজন একাধিক লোক দিয়ে রাত হলেই নামেন গাড়ি থেকে চোরাই তেল সংগ্রহে

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৮ হাজার মানুষ