ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রাজউকের উদাসীনতায় মিরপুরে হেরিটেজ কন্সট্রাকশনের নির্মানাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত ১ আহত ১


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৪:২৪

রাজধানীর মিরপুরে গত ১৮ তারিখে মিরপুর -৬ এর  হেরিটেজ কন্সট্রাকশনের নির্মাণাধীন ভবনের কাজ চলাকালীন সময়ে দেয়াল ধ্বসে পড়ে   পাশের বাড়ীর টিনের চাল ভেঙ্গে ঘুমন্ত শিশু রাইসার (১১ মাস)  মৃত্যু ও তার নানা আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার মামলা সূত্রে জানা যায়, মিরপুর ৬ নম্বরের দুই নম্বার রোডের  বি ব্লকে হেরিটেজ কনস্ট্রাকশনের  একটি বহুতল ভবনের  কাজ চলাকালীন সময়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে পড়ে পাশের বাড়ীর টিনের চাল ভেঙ্গে ঐ ঘরে ঘুমিয়ে থাকা  ১১ মাস বয়সি শিশু রাইসার  করুন মৃত্যু হয় এবং তার পাশে ঘুমিয়ে থাকা রাইসার নানা  গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। মামলার বাদী, রিয়াজ খলিফা জানান যে এ বিষয়ে মিরপুর মডেল থানায়, হেরিটেজ কন্সট্রাকশনের মালিক,  জি এম ও অন্যান্য কর্মকর্তা সহ ৬ জন এর নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা  ৮/ ১০  জনকে বাদী করে একটি মামলা দায়ের করা হয়। 

মামলায়  ১ নম্বর আসামি হলেন, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর পরিচালক মিরাজ মুক্তাদির, ২ নং  জয়নাল আবেদীন (প্লট মালিক), ৩নং আসামি হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জিএম জনাব সাদিক, ৪ নং মোহাম্মদ বেলায়েত হোসেন, হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রধান প্রকৌশলী   ও ৫ নং আসামি সাইট ইঞ্জিনিয়ার রিফাত ও গ্রেপ্তারকৃত  ৬ নং আসামি সাইট ইঞ্জিনিয়ার ফয়সাল ইবনে কালাম সহ আরো অজ্ঞাতনামা  ৮ থেকে ১০ জন।
মামলার বাদি মিরাজ খলিফা এজাহারে উল্লেখ করেন যে আমার ভাড়া বাসার পাশে হেরিটেজ কন্সট্রাকশনের  ৭ তলা একটা  ভবনের কাজ চলমান রয়েছে  অথচ সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী  নেই । তিনি  নিরাপত্তা বেষ্টনীহীনতার জন্য  রাজউক কতৃপক্ষকে দায়ী করেন । এই নির্মম মৃত্যুর জন্য তিনি হেরিটেজ  কন্সট্রাকশন কোম্পানি ও রাজউকের দায়ীত্বশীল কর্মকর্তাদেরকে দায়ী করেন।

স্থানীয়  একাধীক সাধারণ জনগণের দাবী, রাজউক এর ভবন নির্মান বিধিমালা অমান্য  করে  এমন দুর্বল নিরাপত্তা বেষ্টনি দিয়ে এ ধরনের ভবন নির্মান কাজ কখনো হতে পারে না।  তারা আরো বলেন এ ক্ষেত্রে  রাজউকের বিধি-বিধান মেনে সমস্ত কাজ করার কথা ছিল কিন্তু তারা তা করেনি ।  সাধারণ জনগণের অভিযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের গাফিলতি ও  কর্তৃপক্ষের উদাসীনতায় এ ভাবে বিভিন্ন নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে বা নির্মান সামগ্রী পড়ে গিয়ে,  ঝরে যাচ্ছে  অগনিত  তাঁজা প্রাণ।একাধিক সূত্র নিশ্চিত করেছে, ঘটনার দিন  ওখান থেকে শ্রমিক সহ ১১ জনকে গ্রেফতার করা হয়,দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত থানা অভ্যন্তরে আসামিদের পক্ষের সঙ্গে বাদীর দফায় দফায় মীমাংসায় বসেও মীমাংসা হয় নাই । পরবর্তীতে গ্রেফতারকৃত একজনকে আসামি করে কোর্টে চালান দিয়ে বাকী সকলকে কোম্পানির প্রতিনিধির জিম্মায় ছেড়ে দেওয়া হয় ‌।স্থানীয় নেতা পরিচয় দানকারি লিটন নামে একজনের মধ্যস্থতায় এই দেন দরবার হয় ‌।উল্লেখ্য যে মামলায় হেরিটেজ কনস্ট্রাকশন লেখা থাকলেও, সেখানে সাইনবোর্ড ঝুলানো আছে, আবেদিন টাওয়ার নামে ।

এ বিষয়ে রাজউক এর মহাখালী  জোন ৩ এর পরিচালক, সালেহ আহম্মেদ জাকারিয়াকে ফোন করলে তিনি বলেন ইতি মধ্যে আমাদের কর্তব্যরত কর্মকর্তারা ওখানে তদন্তে গিয়েছে কিন্তু সরজমিন তদন্তে তাদের কাউকে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট জোনের  অথোরাইজ অফিসার শেগুপ্তা শারমিন আশরাফকে একাধিকার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। তদন্তে আরো জানা যায় যে উক্ত এলাকায় বর্তমানে  রাজউকের কোনো পরিদর্শক কর্তব্যরত নেই। এই এলাকাটি এখন রাজউক পরিদর্শক শুন্য অবস্থায় আছে।

এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী  কর্মকর্তা  মোঃ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বাদীর সাথে আসামিদের আপোষ না হওয়ায় মামলা হয়েছে এবং একজন আসামিকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা