বিএনপির সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত বারহাট্টার নেতাকর্মীরা

দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সন্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন জেলা, উপজেলা, ইউনিয়নসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সড়কের পাশে শোভা পাচ্ছে শীর্ষ দুই পদে (সভাপতি- সাধারণ সম্পাদক) নেতৃত্ব প্রত্যাশী ও দলীয় শীর্ষ নেতাদের ছবিসংবলিত রঙ-বেরঙের, ব্যানার, ফেস্টুন, তোরণ আর পোস্টার। বিএনপির সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ।
বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, (হাতি) প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, (ছাতা) প্রতীক নিয়ে বাউসী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার এবং (চেয়ার) প্রতীক নিয়ে বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে (মাছ) প্রতীক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, (ফুটবল) প্রতীক নিয়ে বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল এবং (ঘোড়া) প্রতীক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন নিয়ে কথা ভোটারদের সাথে কথা বললে তারা জানান, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট প্রদান করতে পারেনি। ফলে বিএনপি কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত।
সভাপতি প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘ চড়াই-উতরাই পার হয়ে আমরা এখানে এসেছি। আমি তৃণমূল বিএনপির সাথে সবসময়ই ছিলাম এখনও আছি এবং থাকবো। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে ও শক্তিশালী হবে। সভাপতি পদে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাপতি প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার বলেন, দীর্ঘদিন পরে হলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পারছি। আমি সকল কাউন্সিলারদের কাছে যাচ্ছি। আশা করি তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার জানান, এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন। তৃণমূল থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা কমিটি ভোটের মাধ্যমে কর্মীরা তাদের পছন্দের নেতৃত্ব বানাবে। নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমি আশা করছি, তৃনমুল বিএনপির ত্যাগী কাউন্সিলররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
সভাপতি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বলেন, দীর্ঘদিন পরে হলেও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পারছি। বিপদে আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি আশা করি, দলীয় নেতাকর্মীরা ভোট দিয়ে সভাপতি পদে আমাকে বিজয়ী করবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল বলেন, সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে নতুন বিএনপির যাত্রা শুরু হবে। বিপদে আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি আশা করি, দলীয় নেতাকর্মীরা ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে আমাকে বিজয়ী করবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্কাস আলী বলেন, আমি মনে করি বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। বিগত দিনে আমি ফ্যাসিস্ট সরকারের নানারকম অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি ও জেল খেটেছি। আমি আশা করছি, এই নির্বাচনে কাউন্সিলাররা আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুল্লাহ সোহেল বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আমি একজন তরুণ প্রতিনিধি হিসেবে সবার পাশে থাকতে চাই। আমি আশা করি ভোটাররা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
