ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কাপাসিয়ায় তিনদিনব্যাপী বর্ণাঢ্য ভূমি মেলা শুরু


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৫:২

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় তিনদিনব্যাপী বর্ণাঢ্য ‘ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলা আগামী  ২৭ মে মঙ্গলবার ২০২৫ পর্যন্ত সহকারী কমিশনার ভূমি কার্যালয় চত্বরে চলবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত একটি সেবা স্টল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। পরে উপস্থিত সেবা প্রার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 
মেলায় থাকছে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্তপ্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবাপ্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদানে কর্মকর্তা নিয়োজিত রয়েছে।

মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালি, আলোচনা সভা, স্টল প্রদর্শনী, দ্বিতীয় দিন ভূমি বিষয়ক সেমিনার, অভিযোগ-আপত্তি শুনানি ও নিষ্পত্তি, তৃতীয় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে ভূমি মেলায় অংশগ্রহণ করে স্বচ্ছ, সহজ ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম । এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ বেলাল হোসেন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ হান্নান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দলিল, দাখিলা ও দখল এই তিনটি বিষয় জমির মালিকানা নিশ্চিত করে। অতএব প্রত্যেককে তার ব্যক্তিগত সম্পত্তির ধারাবাহিক দলিল দস্তাবেজ সঠিক তদন্ত ভাবে সংরক্ষণ করার আহ্বান জানান। ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য উপজেলা ভূমি অফিসে সশরীরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। কোন ব্যক্তি বা দালালের মাধ্যমে যেন কোন কাজ না করা হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ