ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজউক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: তদন্তে স্বচ্ছতা ও পদ্ধতিগত সিদ্ধান্তের প্রমাণ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১:৫৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন ৩/২–এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ সম্প্রতি কিছু অভিযোগের মুখোমুখি হন। মূলত গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি বহুতল ভবনের নকশা অনুমোদন নিয়ে জমির দাগ নম্বর ও মালিকানা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে এই অভিযোগ ওঠে।

প্রাথমিকভাবে অভিযোগে বলা হয়, জমির কাগজপত্র ও মালিকানার তথ্যের মাঝে গরমিল রয়েছে এবং সেটি উপেক্ষা করেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে রাজউকের পক্ষ থেকে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে। তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, প্রকৌশলী শারমীন তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং কোনো ধরণের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

প্রকৌশলী শারমীন নিজেও অভিযোগগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তথ্যগতভাবে ভুল, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।" তিনি আরও জানান, একজন অথরাইজড অফিসার হিসেবে তিনি প্রতিটি ফাইল টেকনিক্যাল কমিটি ও মাঠপর্যায়ের পরিদর্শকদের মতামতের ভিত্তিতে খতিয়ে দেখেই সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুমোদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকার নির্ধারিত বিধি ও কাঠামোর আওতায় সম্পন্ন হয়।

শারমীন আশরাফ পাল্টা অভিযোগ করে বলেন, কিছু অসাধু গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন তাকে টার্গেট করেছে। "আমি কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করি না, আমার লক্ষ্য শুধুমাত্র দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিয়মের কঠোর অনুসরণ," — বলেন তিনি।

রাজউকের অন্যান্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে একমত পোষণ করেছেন। তারা জানান, ভবনের নকশা অনুমোদনের প্রক্রিয়া বহুমাত্রিক এবং বহু পর্যায়ের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ফলে কোনো একক কর্মকর্তার একতরফা সিদ্ধান্ত কার্যকর হওয়ার সুযোগ নেই।

তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে, সংশ্লিষ্ট বহুতল ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা রাজউকের নির্ধারিত নীতিমালা অনুসারেই হয়েছে। অনুমোদনের পুরো প্রক্রিয়া একটি সম্মিলিত সিদ্ধান্তের ফসল, যা প্রমাণ করে যে ব্যক্তিগতভাবে কেউ দায়িত্ব অতিক্রম করেননি।

এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে

উত্তরার জসীমউদ্দীনে যানজট নিরসন: আলোচনায় টিআই জলিল