পঞ্চগড়ে টাকার বিনিময়ে ভিডব্লিউবির চাল বিতরণ, ১১ ইউপি সদস্য আটক

পঞ্চগড়ের বোদায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের চাল বিতরণের সময় সুবিধাভোগীদের কাছ থেকে কার্ড প্রতি ৫শ থেকে ৬শ টাকা করে আদায়ের অভিযোগে উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে তাদের ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের জন্য সুবিধাভোগী বাড়ি বাড়ি গিয়ে ৫শ থেকে ৬শত টাকা করে আদায় করেন ওই ইউপি সদস্যরা। এই অভিযোগে পরিষদ চত্বরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ মানুষ।
খবর পেয়ে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সতত্যা নিশ্চিত সহ ইউপি সদস্যরা অবৈধভাবে টাকা গ্রহনের বিষয়টি স্বীকার করলে তাদের কাছ থেকে গ্রহনকৃত টাকা উদ্ধার করে। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হলে চাল বিতরনে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মধ্যরাতে ওই ১১ ইউপি সদস্যকে পুলিশের কাথে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।বিডব্লিউবি কার্ড এর আওতায় গতকাল ঝলইশালশিড়ি ইউনিয়নের ২৫৮টি পরিবারকে মাথাপিছু মাসে ৩০ কেজি হারে জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ৫ মাসের মোট ১৫০ কেজি করে চাল বিতরন কার্যক্রম পরিচালিত হয়।
আটকৃতরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিজ উদ্দিন, তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয়নাথ রায়, পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুনিল চন্দ্র রায়, ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য দাহির উদ্দিন, সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলাম, আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন ইসলাম, নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম, ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিলকিস বেগম এবং ৭.৮.৯ নং ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, তারা যে অপরাধটি করেছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা তাদের কাছ থেকে অবৈধভাবে গ্রহনকৃত উল্লেখিত অর্থও পেয়েছি। তারা স্বীকার করেছে। সেই অর্থসহ সামগ্রীক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আদালত এ ব্যপারে যথোপযুক্ত সিদ্ধান্ত দিবেন।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত
Link Copied