ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় আবাসিক এলাকায় কাঁচা চামড়ার গোডাউন: দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ২৭-৫-২০২৫ রাত ১১:৪৪

আশুলিয়ার বাইপাইলের নামাবাজার আবাসিক এলাকার এক মার্কেটে কাঁচা চামড়ার গোডাউন থেকে আসা দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) এর পাশেই নগরীর ব্যস্ততম আবাসিক এলাকায় অবস্থিত হাজী আনার উল্লাহ সুপার মার্কেটে চলছে এমন মারাত্বক ক্ষতিকর ব্যবসা।
জানা গেছে, কাঁচা চামড়া ব্যবসায়ী জসিম ও আসলাম দির্ঘ্যদিন যাবৎ মার্কেট মালিক পতিত সরকারের দোসর ও ছাত্র জনতা হত্যা মামলার আসামী ভূমিদস্যু সানাউল্লাহ সানা’র ছত্রছায়ায় থেকে আবাসিক এলাকার মধ্যে এমন রোগ জীবাণুবাহী ও দুর্গন্ধযুক্ত ক্ষতিকর ব্যবসা চালিয়ে আসছেন। এতে করে আবাসিক এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ অনেকে। অথচ বারবার অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। এলাকাবাসীর দাবি, এর পেছনে রয়েছেন দোকান ও মার্কেট মালিক সানাউল্লাহ সানা। যিনি বিগত সরকারের একজন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে আবাসিক এলাকার এই মার্কেটে কাঁচা চামড়ার ব্যবসা করে আসছে। গরমের সময় দুর্গন্ধ আরও বেড়ে যায় বহুগুণ। এমনকি আশপাশের স্কুল ও বাসাবাড়িতেও দরজা-জানালা বন্ধ রেখে থাকতে হয়।
এলাকার স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, "আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। সাংবাদিকদের জানিয়েছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় না। কারণ সবাই জানে এর পেছনে কে আছেন।"
তথ্যানুসন্ধানে জানা গেছে, মার্কেটটি মালিকানা পরিচালনা করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী ও ভূমিদস্যু সানাউল্লাহ সানা। দল ক্ষমতা থাকাকালীন সময়ে এই মার্কেটের জমি পালিত সন্ত্রাসী দিয়ে বেদখল ও জোর জোচ্চুরি করে নিজের নামে দলিল ও রেকর্ড করে নেয়। দলীয় প্রভাব ও স্থানীয় থানা কমিটিতে সানাউল্লাহর বড় পদ থাকায় জমির মূল মালিক তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছিলো নিরুপায়। উক্ত মার্কেটে যারাই অগ্রিম বায়না দলিল করে দোকান ভাড়া নিতেন, মেয়াদ শেষে তারা কখনো তাদের সেই গচ্ছিত (এডভান্স) টাকা ফেরত পাইতেন না। বর্তমানে সানাউল্লাহ ছাত্র জনতা হত্যা মামলার আসামী হয়ে পালিয়ে থাকলেও তার পালিত বাহিনির সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে আবাসিক এলাকার এই মার্কেটে চলছে কাচাঁ চামড়ার গোডাউন ব্যবসা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, "এটি ব্যবসায়িক বিষয়, আমরা চেষ্টা করবো সমাধানের, দেখি কি করা যায়।"
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা চামড়া থেকে নির্গত অ্যামোনিয়া ও অন্যান্য রাসায়নিক উপাদান বাতাসকে বিষাক্ত করে তোলে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও এই অবৈধ ব্যবসা উচ্ছেদের দাবি জানিয়ে বলেছেন, "আমরা আর কোনো রাজনৈতিক প্রভাবশালীর কাছে জিম্মি হয়ে থাকতে চাই না। আমাদের পরিবার, আমাদের সন্তানের স্বাস্থ্য আগে।"

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক