ছাত্রদল নেতার কাছ থেকে চাঁদাদাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতা রিপন সিং ও স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ করেছেন ছাত্রদল নেতা শাকিবুল হাসান শান্ত ও মো. সাইফুল ইসলাম শান্ত।
মঙ্গলবার সন্ধায় গুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট দস্তানানগর গ্রামে সংবাদ সম্মেলন ডেকে তিনি এসব অভিযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, সদস্য শহিদ আহমেদ, যুবদল নেতা কামরুল ইসলাম, সাঈদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কাওছার আহমেদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মো. শুভ, নাইম ইসলাম, মো. নাজিম, শাকিব আহমেদ প্রমুখ।
মো. সাইফুল ইসলাম শান্ত বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং শাকিবুল হাসান সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। অভিযুক্ত রিপন সিং গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আনিসুর রহমান উপজেলা স্বেচ্ছাসবেক দলের সদস্য সচিব পদে রয়েছেন। তারা দুই পক্ষই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাসিন্দা।
লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা শাকিবুল হাসান শান্ত বলেন, মাসখানেক আগে হাঁড়িভাঙ্গা বিলের একটি পুকুর সংস্কারের জন্য খননযন্ত্র (ভেকু) নামিয়ে ছিলেন তিনি। প্রায় ১৫ দিন আগে ভেকুটি অকেজো হয়ে পড়ে। এখনো সেই অবস্থাতেই আছে। পুকুরটি সংস্কার করতে গিয়ে যুবদল নেতা রিপন সিং, স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমান, আওয়ামী লীগের দোসর বদিউজ্জামান অপুসহ অন্যান্য সমর্থকদের প্রায় ২লাখ টাকা চাঁদা দিতে হয়েছে। সবশেষ ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন আনিসুর ও রিপন সিং। চাঁদার টাকা না দেওয়ায় শনিবার দিবাগত রাতে দলবল নিয়ে ভেকুর ভ্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে আসেন। এনিয়ে রাতেই তাদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাকিবুল হাসান শান্ত বলেন, যুবদল নেতা রিপন সিং ও স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমান পতিত আওয়ামী লীগ সরকারের দোসর ছিলেন। তার একাধিক প্রমাণও রয়েছে। অথচ সেসব ব্যক্তি চাঁদাবাজির জন্য উদগীব হয়ে উঠেছেন।
তিনি আরো বলেন, শনিবার ভেকুর যন্ত্রাংশ খুলতে গিয়ে হাতে আঘাতপ্রাপ্ত হয়ে থানায় মিথ্যা মারধরের মামলা দায়ের করেছেন। সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। মিথ্যা ওই মামলা প্রত্যাহার ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তবে চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা রিপন সিং বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই দুই নেতা। গ্রামবাসিকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করায় সাইফুল ইসলাম শান্ত ও শাকিবুল হাসান শান্তর নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত ৯ নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় তিনি মামলাও দায়ের করেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, দুইপক্ষই থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

রৌমারীতে ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

বেড়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও নৌপথ অবরোধ

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবেঃ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

খাগড়াছড়ির আনন্দনগর মহল্লা কমিটি গঠন

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন

তানোরের বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখছে

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার হোন্ডা র্যালি ও পথসভা: অঘোষিত নির্বাচনী প্রচারনায় জনস্রোত

কর্ণফুলীতে জমিতে কাজ করতে বাঁধা,প্রাণ নাশের হুমকি'তে থানায় জিডি

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বিএনপি নিয়ে কোন ষড়যন্ত্রই সফল হবে না
