ডিআইইউ ব্লাজা ইউনিটের নেতৃত্বে সৌরভ ও রকিবুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ‘ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)–এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৬৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সৌরভ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, আইন বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-আইন বিষয়ক সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পদে ২ জন, ব্লাড বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-ব্লাড বিষয়ক সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ১ জন, সহ-ধর্ম সম্পাদক পদে ১ জন, ক্রিয়া সম্পাদক পদে ১ জন, সহ-ক্রিয়া সম্পাদক পদে ৩ জন ও নির্বাহী সদস্য পদে ১০ জনকে রাখা হয়েছে।
এদিকে, আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটির নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এবিষয়ে নির্বাচিত কমিটির সভাপতি মো. সৌরভ মিয়া বলেন, "ব্লাজা-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি আগামী ৬ মাসে আইনি সচেতনতা, প্রো-বোনো আইন সহায়তা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে নানা কার্যক্রম গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, আইন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম বলেন, "নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠন মানব কল্যাণমূলক আইনি সহায়তা, আইনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করবে। আমরা আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৬ মাসে মানবাধিকার, আইনি সহায়তা ক্যাম্প, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আমরা সমাজে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে।"
উল্লেখ্য, নতুন কমিটিকে আগামী ৬ মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
