ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ডিআইইউ ব্লাজা ইউনিটের নেতৃত্বে সৌরভ ও রকিবুল


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ৩০-৫-২০২৫ রাত ৮:৪০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ‘ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)–এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

৬৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সৌরভ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, আইন বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-আইন বিষয়ক সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পদে ২ জন, ব্লাড বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-ব্লাড বিষয়ক সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ১ জন, সহ-ধর্ম সম্পাদক পদে ১ জন, ক্রিয়া সম্পাদক পদে ১ জন, সহ-ক্রিয়া সম্পাদক পদে ৩ জন ও নির্বাহী সদস্য পদে ১০ জনকে রাখা হয়েছে।

এদিকে, আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটির নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এবিষয়ে নির্বাচিত কমিটির সভাপতি মো. সৌরভ মিয়া বলেন, "ব্লাজা-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি আগামী ৬ মাসে আইনি সচেতনতা, প্রো-বোনো আইন সহায়তা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে নানা কার্যক্রম গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, আইন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম বলেন, "নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠন মানব কল্যাণমূলক আইনি সহায়তা, আইনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করবে। আমরা আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৬ মাসে মানবাধিকার, আইনি সহায়তা ক্যাম্প, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আমরা সমাজে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে।"

উল্লেখ্য, নতুন কমিটিকে আগামী ৬ মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা