ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রেডিও ক্যাপিটাল এর ব্যবস্থাপনায় চালু হলো দুটি ইউটিউব চ্যানেল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:১৭

রেডিও ক্যাপিটাল ৯৪.৮ এফএমের ব্যবস্থাপনায় ইউটিউবে যাত্রা শুরু করলো "ক্যাপিটাল ড্রামা" ও "ক্যাপিটাল মিউজিক" নামের দুটি চ্যানেল। এই চ্যানেল দুটির জন্য রেডিও ক্যাপিটাল নিজস্ব নাটক ও মিউজিক কন্টেন্ট তৈরি করবে। 
শনিবার (৩১ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৫ নং হলে কেক কেটে চ্যানেল দুটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী এবং সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল এবং নাটকের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা।
অনুষ্ঠানে মাসুদুর রহমান মান্না বলেন, পড়াশোনা ও খেলাধূলার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য যে জগতটা আমাদের রয়েছে সেটা নিয়ে আরও কাজ করার সুযোগ হয়েছে। ক্যাপিটাল ড্রামা ও ক্যাপিটাল মিউজিক নামে দুটি চ্যানেল শুরু করতে যাচ্ছি। এই যাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের সাথে যুক্ত হতে আজকের এই অনুষ্ঠান। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ এক্ষেত্রে অনেক এগিয়ে আছে। নাটকের জায়গা থেকে আমরা অনেকদূর এগিয়ে আছি। এই ধারাটাকে আরও শক্ত স্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিকল্পনা ও নির্দেশনাকে সামনে রেখে এই পথচলা। আশা করছি আপনাদের সাথে নিয়ে অনেক কাজ করবো। 
আব্দুল বারী বলেন, বসুন্ধরা গ্রুপ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক সেবামূলক কাজ করে। প্রতি মাসে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে নিয়মিত ভাবে মেধা বৃত্তি দেওয়া হয়। রেডিও ক্যাপিটালের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ নাটক প্রযোজনা শুরু করছে। এই উদ্যোগ মানুষের মাঝে উন্নত মুল্যবোধের উন্মেষ ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে ।
রেডিও ক্যাপিটালের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ছয়টি প্রডাকশন নিয়ে শুরু করা হয়েছে ক্যাপিটাল ড্রামা। এর মধ্যে চারটি সমাপ্ত হয়েছে। ঈদের পর আরও দুটি নির্মাণ করা হবে। সর্বোপরি বছরে ৩৬টি প্রডাকশন আসবে। এই নাটক হবে সকল বয়স ও শ্রেণির দর্শকের জন্য। তিনি বলেন, আগামীতে ক্যাপিটাল ড্রামা হবে দেশের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট চ্যানেল। অনেকে  ভাল নাটক প্রযোজকের অভাবে টেবিলে পড়ে থাকে। মানসম্পন্ন স্ক্রিপ্ট হলে ক্যাপিটাল  ড্রামা তথা বসুন্ধরা সেই কাজকে এগিয়ে নেবে।
প্রজাপতি নাটকের জাকারিয়া সৌখিন বলেন, উন্নত বিশ্বে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এন্টারটেইনমেন্ট এ এগিয়ে আসে। কিন্তু বাংলাদেশে সেটা কম। বসুন্ধরা সেই কাজটি করছে।
চলো হারিয়ে যাই নাটকের পরিচালক হাসিব হোসেন রাখি বলেন, তরুন পরিচালক হিসাবে আমরা জ্যেষ্ঠদের পথ অনুসরণ করি। বসুন্ধরা তথা রেডিও ক্যাপিটাল আমাদের সেই পথের সঙ্গী হলো।
অভিনেতা তৌসিফ বলেন, মানুষ নাটকের মধ্যে জীবনের গল্প খোঁজার চেষ্টা করে। চলো হারিয়ে যাই সেই ধরণের গল্প। যার বাস্তব রুপ দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির  বিকাশে পৃষ্টপোষকতা দেওয়ার পাশাপাশি শিল্পী-কলা-কুশলিদের কাজের পরিধি বাড়াতে সহায়তা করবে। 
অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সুস্থধারার বিনোদনে বসুন্ধরা এগিয়ে এসেছে। আরও বেশি নাটক বানাবে। এ খবর আমাদের আশান্বিত করে।
অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের চারটি নাটক ও দুইটি মিউজিক ভিডিও অনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
প্রিয় প্রজাপতি নাটকে অভিনয় করেছেন, অপূর্ব ও তাসনিয়া ফারিণ। চলো হারিয়ে যাই নাটকে অভিনয় করেছেন- তৌসিফ, তটিনী, আবুল হায়াত ও দিলারা জামান। মিথ্যা প্রেমের গল্পে অভিনয় করেছেন-জোভান ও নাজনিন নিহা। আর অনেকদিন পরে নাটকে অভিনয় করেন- মুসফিক ফারহান ও কেয়া পায়েল।
জাকারিয়া সৌখিন পরিচালিত প্রথম নাটক প্রজাপতি প্রচারিত হবে ঈদুল আযহার পরের দিন সন্ধ্যা ৬ টায়।
ঈদের পর নতুন দুটি নাটক আসছে। নাটক দুটি নির্মাণ করবেন -শিহাব শাহীন ও ভিকি জাহেদ ।

এমএসএম / এমএসএম

অপসোনিন ফার্মা লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন

'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন