ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

চুরি ঠেকাতে আলোড়ন সৃষ্টি করেছে সতর্ক প্ল্যাটফর্ম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-৬-২০২৫ দুপুর ৪:৪৪

ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে প্রতিষ্ঠিত সতর্ক কোম্পানী অত্যাধুনিক, নিরাপদ ও উন্নত ডিজিটাল নিরাপত্তা সেবার আবির্ভাব ঘটিয়েছে। ২০ বছরের সাফল্যমণ্ডিত অভিজ্ঞতা ও তিন বছরের পরিশ্রমের ফলশ্রুতি হিসেবে দেশের ডিজিটাল সুরক্ষা প্রদানকারী একমাত্র সংস্থা এই সতর্ক, যা শীর্ষস্থানীয় স্মার্ট প্রযুক্তি ও সেবার মাধ্যমে সম্পত্তি সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সতর্ক প্ল্যাটফর্মের একগুচ্ছ সেবা কার্যকরভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, পানির প্রবাহ বিপর্যয়সহ ব্যক্তি ব্যবহারকারীর হঠাৎ অসুস্থতা এবং ক্ষতি থেকে সার্বিক সুরক্ষা নিশ্চিত করে। বাংলাদেশের গতানুগতিক সমাধানের তুলনায় সতর্কের এই প্রযুক্তি বহু কার্যকর, সাশ্রয়ী ও নিরাপদ। 

সতর্ক যে অ্যালার্ম ব্যবস্থা চালু করেছে, তার ফলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্যবহারকারী মোবাইল ডিভাইসে সতর্কতা সংকেত (এলার্ট) পেয়ে থাকেন। এতে করে তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে চুরি ও ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। এই ইন্ট্রুডার এলার্ম প্রযুক্তি ছাড়াও যেসব সরঞ্জাম ও ডিভাইস সতর্ক উদ্ভাবন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- ফায়ার ডিটেকশন, পানি-গ্যাস লিকেজ ডিটেকশন ও প্যানিক এলার্ম। এক প্ল্যাটফর্মে এত বহুমাত্রিক সেবা একীভূত করার কারণে সতর্ক একদম স্বতন্ত্র এবং আলাদা।  

সতর্ক ফাউন্ডার, সিইও তাজবীর হোসেন আমাদেরকে সতর্কের পথচলা ও সরঞ্জামাদির বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করেন। তিনি অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা এবং ব্যবহারকারীদের সুরক্ষার দিকটি স্বতন্ত্রভাবে উল্লেখ করেন। তিনি বলেন- “সবচেয়ে বড় কথা, সতর্ক অ্যালার্ম বাংলাদেশে তৈরি প্ল্যাটফর্ম এবং আমাদের চৌকস টিমের মাধ্যমে এখানেই বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।” কিভাবে সতর্কের পথচলা শুরু? উত্তরে তাজবীর জানান- “আমি হার্ডওয়্যার ডেভেলপমেন্ট জগতে প্রবেশ করি ২০১০ সালে, এর আগে কয়েক বছর ক্যামেরা ইকুইপমেন্ট প্রভৃতি আমদানী করে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করেছি। ২০১৬ সালে হলি আরটিজান হামলার পরে বাংলাদেশে বিশেষত ঢাকায় নিরাপত্তা সরঞ্জামের ব্যাপক চাহিদা জেগে ওঠে। ইউরোপীয় এবং আমেরিকান উন্নতমানের ডিভাইস ও ইন্টেগ্রেটেড সরঞ্জাম উপস্থাপন করা হয় সতর্ক ব্যানারে, মূলত এই প্রক্রিয়াটি পুরোদমে গতি পায় ২০২১ সালে। নিজস্ব ল্যাবে সম্পূর্ণ প্রস্তুতকৃত ও নকশাকৃত ৭৫% সুরক্ষা কম্পোনেন্টসহ সতর্ক পণ্যাবলী ইদানীং সবার দৃষ্টি কেড়েছে। সতর্কের ডিভাইস যদি ৫ বছর পরে নষ্ট হয়ে যায়, তবুও যে কোন কম্পোনেন্ট সাপোর্ট ল্যাব থেকে ঠিক করে দেওয়া যাবে।” তাজবীর হোসেন আরও বলেন- “বাংলাদেশের ইলেকট্রনিক্স ও সিকিউরিটি খাত একটা বিশাল ইন্ডাস্ট্রি বা শিল্পে রূপান্তরিত হতে পারে। সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ, যেমন- আমদানী শুল্ক ব্যাপক পরিসরে হ্রাস করা, সরকারী পৃষ্ঠপোষকতা বাড়ানো, ব্যবসা বান্ধব নীতিমালা প্রনয়ণ, নিম্নমানীয় চাইনিজ ডিভাইস বা পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ও সময় উপযোগী রাষ্ট্রীয় প্রণোদনা চালু করলে এই শিল্প দারুণ বিকশিত হবে।” 
      
প্রোডাক্ট ম্যানেজার ধ্রুব রায় শুভ জানান- “আমাদের ডিভাইসকে বলা যায় ২৪/৭ ভিত্তিক ডিজিটাল নিরাপত্তা গার্ড। এটি সিসিটিভির চেয়ে স্মার্ট, দ্রুত এবং ১০ গুণ অধিক নির্ভরযোগ্য।মোবাইল অ্যাপ ও কাস্টম প্যাকেজে সতর্ক প্রদত্ত নিরাপত্তা সেবা গ্রহণ করা যাবে। সেন্সরের মাধ্যমে তাৎক্ষণিক নোটিফিকেশন, দুর্বৃত্তের রিয়েল টাইম অবস্থান, সার্বক্ষণিক কল সেন্টার সেবা, স্মার্ট কন্ট্রোলিং, সহজ ইন্সটলেশন ও ইন্টিগ্রেশন প্রক্রিয়ার সমন্বয়ে পরিপূর্ণ নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা হয়েছে সতর্ক ডিভাইস। বিস্ময়করভাবে, প্যানেলের ব্যাটারী ব্যাকআপ ৩৬ ঘন্টা, যা আমাদের ল্যাবে পরীক্ষিত!”  

বাংলাদেশে ইডিসিএল অফিস, জড়োয়া হাউজ, দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ইতিমধ্যে সতর্কের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপত্তা সেবা নিচ্ছে। সতর্ক প্রতিষ্ঠান দেশের সমস্ত আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপকভাবে অংশ নিয়ে থাকে। সতর্কের সরঞ্জাম, ভিভাইস ও যাবতীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হটলাইন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

এমএসএম / এমএসএম

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন

স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিএইচবিএফসি’র শ্রদ্ধানিবেদন

'রুপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবস উপলক্ষ্যে 'রুপায়ণ বিজয় আলো ২০২৫'

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক 'Pawsitive Veterinary Clinic'-এর শুভ উদ্বোধন: পোষা প্রাণীর যত্নে এক নতুন আস্থার ঠিকানা

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল শুরু, প্রথম দিনেই গ্রাহকদের ব্যাপক সাড়া

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

হাতীবান্ধায় প্রাইম ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেনে গ্রাহককে উৎসাহিত করতে আবারও বিকাশ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ