ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল রাফি কে সংবর্ধনা দিলো বাদল রায় ফুটবল একাডেমি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:১

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট রাসেল আহমেদ রাফি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (২ জুন) বিকেলে ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাদল রায় ফুটবল একাডেমির আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম টাইগার, একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক বাবু সমীর দত্ত, ভয়েজ অব ডেমোক্রেসির সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, এমএ মিডিয়ার সম্পাদক মহরম আলী, একাডেমির প্রশিক্ষণার্থী খেলোয়াড়বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে এড. রাসেল রাফি বলেন,"আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার পরিবার, শিক্ষক, সহকর্মী এবং সমাজের সবার সম্মিলিত প্রেরণার ফসল। একজন সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। একইসাথে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের জন্য কাজ করাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন,"আমি আশা করি, গ্রামের শিশু-কিশোররা খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠবে। বাদল রায় ফুটবল একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা গড়ে উঠুক সুস্থ শরীর, সুন্দর মন ও উদার চিন্তার মানুষ হিসেবে। আমি নিজেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে সবসময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকব।"উল্লেখ্য, গত ১ জুন প্রকাশিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী পরীক্ষার ফলাফলে রাসেল রাফি উত্তীর্ণ হন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে চার বছর সফলভাবে পেশা পরিচালনার পর তিনি সুপ্রিম কোর্টে অন্তর্ভুক্ত হন। তিনি বর্তমানে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি'র কুমিল্লা জেলা শাখার সভাপতি, একাধিক সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সাথে জড়িত এবং নিজ এলাকাতে নিয়মিত আইন ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন।এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পেইজ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। 

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা