ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এনআরবিসি ব্যাংকে আর্থিক অন্তর্ভূক্তি ও সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৩৪

এনআরবিসি ব্যাংকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে অর্থায়নের চিত্র, সমস্যা, সম্ভাবনা  ও সম্ভাব্য নীতি-কৌশল বিষয়ে পরিচালিত জরিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদনের ওপর এই কর্মশালার আয়োজন করা  হয়। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান। এসময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইডিই’এর কান্ট্রি ডিরেক্টর সামির খারকি, নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলী খান, আইডিইর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, আইডিই’র ড. মো. জাকারিয়া, ব্যাংকের রিটেইল ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী  মো. শাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংক ও নবপল্লব প্রকল্প যৌথভাবে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে জীবন মান উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রধান আয়োজক হিসেবে বৈশ্বিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ৯টি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় নবপল্লব প্রকল্প বাস্তবায়ণ করছে। এই প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নের রুপরেখা প্রনয়নের জন্য সুন্দরবন অঞ্চলে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে এনআরবিসি ব্যাংক। জরিপে প্রান্তিক পর্যায়ের মানুষদের ব্যাংকিং সেবা গ্রহণের চিত্র, ঋণের চাহিদা, ঋণ প্রদানের সীমাবদ্ধতা, অপ্রাতিষ্ঠানিকখাতের ঋণ কার্যক্রম ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে। 
কর্মশালার প্রধান অতিথি ড. মো: তৌহিদুল আলম খান বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। সারাদেশের বিস্তৃত শাখা-উপশাখাগুলোতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। বিনা জামানাতে সহজশর্তে আমরা ক্ষুদ্রঋণ প্রদান করছি। এসব কর্মসূচিতে  নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ‘ন্যানো ক্রেডিট’ চালু করা হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং এবং প্লানেট অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবাগুলো আমরা মানুষের হাতের নাগালে নিয়ে যেতে পারছি।  

এমএসএম / এমএসএম

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক