এনআরবিসি ব্যাংকে আর্থিক অন্তর্ভূক্তি ও সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে আর্থিক সাক্ষরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে অর্থায়নের চিত্র, সমস্যা, সম্ভাবনা ও সম্ভাব্য নীতি-কৌশল বিষয়ে পরিচালিত জরিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদনের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান। এসময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা আইডিই’এর কান্ট্রি ডিরেক্টর সামির খারকি, নবপল্লব প্রকল্পের চিফ অব পার্টি সেলিনা শেলী খান, আইডিইর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদ, আইডিই’র ড. মো. জাকারিয়া, ব্যাংকের রিটেইল ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংক ও নবপল্লব প্রকল্প যৌথভাবে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে জীবন মান উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রধান আয়োজক হিসেবে বৈশ্বিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ ৯টি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় নবপল্লব প্রকল্প বাস্তবায়ণ করছে। এই প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়নের রুপরেখা প্রনয়নের জন্য সুন্দরবন অঞ্চলে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে এনআরবিসি ব্যাংক। জরিপে প্রান্তিক পর্যায়ের মানুষদের ব্যাংকিং সেবা গ্রহণের চিত্র, ঋণের চাহিদা, ঋণ প্রদানের সীমাবদ্ধতা, অপ্রাতিষ্ঠানিকখাতের ঋণ কার্যক্রম ইত্যাদি তথ্য তুলে ধরা হয়েছে।
কর্মশালার প্রধান অতিথি ড. মো: তৌহিদুল আলম খান বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। সারাদেশের বিস্তৃত শাখা-উপশাখাগুলোতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। বিনা জামানাতে সহজশর্তে আমরা ক্ষুদ্রঋণ প্রদান করছি। এসব কর্মসূচিতে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে ‘ন্যানো ক্রেডিট’ চালু করা হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং এবং প্লানেট অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবাগুলো আমরা মানুষের হাতের নাগালে নিয়ে যেতে পারছি।
এমএসএম / এমএসএম
মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন
ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত
২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ
ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি