ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রশ্নি গ্লোবাল সুপার মার্কেট নামে কাঁচা বাজার

মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ খাস জায়গা দখল করে কাঁচা বাজার নির্মাণ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১৭-৬-২০২৫ বিকাল ৭:৩২

রাজধানীর মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ সরকারি খাস জায়গা দখল করে কাঁচাবাজার নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচা বাজার কর্তৃপক্ষের ক্রয়-কৃত জমিসহ সরকারের ছয় কাঠার বেশি খাস জায়গা দখল করে, বাউন্ডারি দিয়ে টিনের চাল করে তারা ‘রশ্নি গ্লোবাল সুপার মার্কেট’ নামে নির্মাণ কাজ চলমান রেখেছেন। 
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, ইস্টার্ন হাউজিং এর লে-আউট প্লট মোতাবেক, প্লট নম্বর-এফ- ২৫ ,যাহা মোট ১.৯ বিঘা সম্পত্তি। তার মধ্যে মালিকানা সম্পত্তি ১৮.২৪ কাঠা এবং সরকারি খাস জায়গা ৬ কাঠার বেশি। বর্তমান তাদের দখলে আছে  ২৫ কাঠা  জমি।
সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা ও জেলার পল্লবী থানার দ্বিগুন মৌজার জে, এল নম্বর-২, খতিয়ান নম্বর-১ এর খাস খতিয়ানের ১৩০০৪ দাগের, খালের জায়গার পরিমাণ ৫৪৪৪ শতাংশ জমি আছে। যার মধ্যে ছয় কাঠারও বেশি জমি তারা দখল করে মার্কেট নির্মাণ করছেন ।
মার্কেটের দায়িত্বরত কেয়ারটেকার জহিরুল ইসলাম এর মাধ্যমে জানা যায়, ৭০জন সদস্য বিশিষ্ট একটি সমিতির মাধ্যমে, কাঁচা বাজারটি প্রতিষ্ঠিত হচ্ছে। সভাপতি বা সেক্রেটারি কে তিনি বলতে না পারলেও, খাইরুল ইসলাম নামের একজনের মোবাইল নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন ।
অফিস সূত্রে জানা যায়, খাস জায়গা আরো অনেক আছে বলে তারা স্বীকার করে নেন এবং বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি জমি লিজ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জমি লিজ পাওয়ার পরে রশ্নি গ্লোবাল সুপার মার্কেট কাঁচা বাজার কর্তৃপক্ষ এটা ভোগ দখল করবে বলেও তিনি যুক্তি দেখান। মিরপুর ১০ নম্বর মুসলিম সুইটসের মালিক মিজানুর রহমানের নিকট তারা জমি বিক্রয় করেছেন বলে ও জানান ।
সরকারি জমিতে হাউজিং বাসির  জন্য খেলার মাঠ বা অন্য কিছু হতে পারে কিন্তু দখল করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে কিনা এমন প্রশ্ন তারা এড়িয়ে যান।
এ বিষয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান নামে একজন ব্যক্তি ক্রয় করলেও বর্তমান মালিক ৭০ জনের অধিক। তারা অনেকেই খাইরুল ইসলামের নাম বলেন।
উল্লেখ্য, খাইরুল ইসলাম এসপি (পুলিশ সুপার) খাইরুল হিসেবে পরিচিত। এলাকাবাসীর কথায় বুঝা যায়, তারা মার্কেট কর্তৃপক্ষকে খুব বেশি ভয় পায়। মুখ খুললে ক্ষতি হতে পারে এই আশঙ্কায় সহজে কেউ মুখ খুলতে চাননি । 
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, প্রভাবশালী রাজনৈতিক দলের একজন নেতার আত্মীয়-স্বজন পরিচয়ে, রশ্নি গ্লোবাল সুপার মার্কেট কাঁচা বাজার কর্তৃপক্ষের নিকট থেকে বড় ধরনের উপঢৌকন নিয়েছেন। উল্লেখ্য যে দখলকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা।
এ বিষয়ে খাইরুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রহমত উল বারী। তিনি দাম্ভিকতার সহিত স্বীকার করে নেন, ছয় কাঠা খাস জায়গা দখল করে তারা মার্কেট নির্মাণ করছেন।তাচ্ছিল্যের সুরে প্রতিবেদককে নিউজ করার জন্য বলেন।
এ বিষয়ে জানতে মিরপুর রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ গরীব শাহ বলেন, সরকারি খাস জায়গা দখল করে কেউ কাঁচা বাজার নির্মাণ করছেন বলে আমাদের জানা নাই। অবশ্যই আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
রশ্নি গ্লোবাল সুপার মার্কেটের কাঁচাবাজারের  ১০ কোটি টাকার জমি হজম করতে কারা কারা সহযোগিতা করছে, জানতে চোখ রাখুন আগামীর সংখ্যায়--

Aminur / Aminur

গ্রাহকদের ৩ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও এম.এম. সেইফ সিকিউরিটির মালিক মাসুদ রানা

আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা'র অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারে ‘শিরিন মেকওভার অ্যান্ড বিউটি সেলন’-এর উদ্বোধন

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের

কোম্পানীগঞ্জ সড়কে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

উত্তরায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

আওয়ামী নেতা শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পুবালী মার্কেটের ব্যবসায়ীরা

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

খিলগাঁও ডেমরা- রামপুরা মহাসড়কে চোরের লিডার সুজন একাধিক লোক দিয়ে রাত হলেই নামেন গাড়ি থেকে চোরাই তেল সংগ্রহে

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৮ হাজার মানুষ