ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রশ্নি গ্লোবাল সুপার মার্কেট নামে কাঁচা বাজার

মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ খাস জায়গা দখল করে কাঁচা বাজার নির্মাণ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১৭-৬-২০২৫ বিকাল ৭:৩২

রাজধানীর মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ সরকারি খাস জায়গা দখল করে কাঁচাবাজার নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচা বাজার কর্তৃপক্ষের ক্রয়-কৃত জমিসহ সরকারের ছয় কাঠার বেশি খাস জায়গা দখল করে, বাউন্ডারি দিয়ে টিনের চাল করে তারা ‘রশ্নি গ্লোবাল সুপার মার্কেট’ নামে নির্মাণ কাজ চলমান রেখেছেন। 
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, ইস্টার্ন হাউজিং এর লে-আউট প্লট মোতাবেক, প্লট নম্বর-এফ- ২৫ ,যাহা মোট ১.৯ বিঘা সম্পত্তি। তার মধ্যে মালিকানা সম্পত্তি ১৮.২৪ কাঠা এবং সরকারি খাস জায়গা ৬ কাঠার বেশি। বর্তমান তাদের দখলে আছে  ২৫ কাঠা  জমি।
সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা ও জেলার পল্লবী থানার দ্বিগুন মৌজার জে, এল নম্বর-২, খতিয়ান নম্বর-১ এর খাস খতিয়ানের ১৩০০৪ দাগের, খালের জায়গার পরিমাণ ৫৪৪৪ শতাংশ জমি আছে। যার মধ্যে ছয় কাঠারও বেশি জমি তারা দখল করে মার্কেট নির্মাণ করছেন ।
মার্কেটের দায়িত্বরত কেয়ারটেকার জহিরুল ইসলাম এর মাধ্যমে জানা যায়, ৭০জন সদস্য বিশিষ্ট একটি সমিতির মাধ্যমে, কাঁচা বাজারটি প্রতিষ্ঠিত হচ্ছে। সভাপতি বা সেক্রেটারি কে তিনি বলতে না পারলেও, খাইরুল ইসলাম নামের একজনের মোবাইল নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন ।
অফিস সূত্রে জানা যায়, খাস জায়গা আরো অনেক আছে বলে তারা স্বীকার করে নেন এবং বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি জমি লিজ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জমি লিজ পাওয়ার পরে রশ্নি গ্লোবাল সুপার মার্কেট কাঁচা বাজার কর্তৃপক্ষ এটা ভোগ দখল করবে বলেও তিনি যুক্তি দেখান। মিরপুর ১০ নম্বর মুসলিম সুইটসের মালিক মিজানুর রহমানের নিকট তারা জমি বিক্রয় করেছেন বলে ও জানান ।
সরকারি জমিতে হাউজিং বাসির  জন্য খেলার মাঠ বা অন্য কিছু হতে পারে কিন্তু দখল করে কেউ ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে কিনা এমন প্রশ্ন তারা এড়িয়ে যান।
এ বিষয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান নামে একজন ব্যক্তি ক্রয় করলেও বর্তমান মালিক ৭০ জনের অধিক। তারা অনেকেই খাইরুল ইসলামের নাম বলেন।
উল্লেখ্য, খাইরুল ইসলাম এসপি (পুলিশ সুপার) খাইরুল হিসেবে পরিচিত। এলাকাবাসীর কথায় বুঝা যায়, তারা মার্কেট কর্তৃপক্ষকে খুব বেশি ভয় পায়। মুখ খুললে ক্ষতি হতে পারে এই আশঙ্কায় সহজে কেউ মুখ খুলতে চাননি । 
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, প্রভাবশালী রাজনৈতিক দলের একজন নেতার আত্মীয়-স্বজন পরিচয়ে, রশ্নি গ্লোবাল সুপার মার্কেট কাঁচা বাজার কর্তৃপক্ষের নিকট থেকে বড় ধরনের উপঢৌকন নিয়েছেন। উল্লেখ্য যে দখলকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা।
এ বিষয়ে খাইরুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রহমত উল বারী। তিনি দাম্ভিকতার সহিত স্বীকার করে নেন, ছয় কাঠা খাস জায়গা দখল করে তারা মার্কেট নির্মাণ করছেন।তাচ্ছিল্যের সুরে প্রতিবেদককে নিউজ করার জন্য বলেন।
এ বিষয়ে জানতে মিরপুর রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ গরীব শাহ বলেন, সরকারি খাস জায়গা দখল করে কেউ কাঁচা বাজার নির্মাণ করছেন বলে আমাদের জানা নাই। অবশ্যই আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
রশ্নি গ্লোবাল সুপার মার্কেটের কাঁচাবাজারের  ১০ কোটি টাকার জমি হজম করতে কারা কারা সহযোগিতা করছে, জানতে চোখ রাখুন আগামীর সংখ্যায়--

Aminur / Aminur

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি