ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের শাবিপ্রবি ছাত্রী ধর্ষন: চার দিনের রিমাণ্ডে দুই ছাত্র


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ৪:৮

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার হওয়া দুই ছাত্রের চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ তাদের রিমাণ্ড মঞ্জুর করেন। রিমাণ্ড মঞ্জুর হওয়া দুই ছাত্র একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নির্যাতিত ছাত্রীর সহপাঠী। তারা হলেন- শাবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। এর আগে গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের ৫ দিনের রিমাণ্ডের  আবেদন করেন। সোমবার শুনানী শেষে বিচারক তাদের ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, দুই আসামীর পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে বিচারক চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না তা জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত ২ মে সন্ধ্যায় সহপাঠী আদনান ও পার্থের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল ওই ছাত্রীর। কনসার্টে যাওয়ার আগে কৌশলে তারা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায়। পরে অচেতন করে তাকে রাতভর ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আদনান ও পার্থ। সকালে তারা নির্যাতিতা ওই ছাত্রীকে ধর্ষন ও ভিডিও ধারণের ঘটনা জানায়। এরপর থেকে সোস্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে আসছিল। গত বৃহস্পতিবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষনের লিখিত অভিযোগ দিলে ওইদিনই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় ওই দুই ছাত্রসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।  এদিকে, ধর্ষণের অভিযোগে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক