দাউদকান্দিতে মাইথারকান্দি খালের আবর্জনা অপসারণ উদ্বোধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মাইথারকান্দি খালের মুখের ময়লা আবর্জনা বর্জ্যের ভাগাড় পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ছাত্র জনতা।
বুধবার (২৫ জুন) বেলা ১১টায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এবং জাতীয় পরিবেশ ও কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি অধ্যাপক মতিন সৈকত।
স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি সমাজ কল্যাণের উদ্যোগে ছাত্র-জনতার সহযোগিতায় খালের ময়লা, আবর্জনা বর্জ্যের ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। আলোচনায় সভাপতির বক্তব্যে মোঃ বোরহান উদ্দিন ভুইয়া বলেন, কুমিল্লা ঐতিহ্যবাহী গৌরীপুর এলাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খালের মুখে ময়লা আবর্জনার ভাগাড়। এতে খালের মুখ বন্ধ হয়ে অনেক কৃষি জমি অনাবাদি পড়ে থাকে, ময়লার দূর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের নিয়ে খালের মুখের ময়লার ভাগাড়সহ সড়ক মহাসড়কের পাশের ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছি।
পরিবেশবিদ মতিন সৈকত এআইপি বলেন, প্রায় চার দশক ধরে কৃষি পরিবেশ সামাজিক উন্নয়ন, খাল নদী জলাশয় সংরক্ষণে কাজ করছি। কালাডুমুর নদ এবং মাইথারকান্দি খাল রক্ষায় বহু আয়োজন করেছি। অনেকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পুনরুদ্ধার করে পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া যায় তাহলে গৌরীপুর তথা দাউদকান্দির দক্ষিনাঞ্চলের কৃষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম বলেন ' পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত সচেতনতা বেশি
জরুরি। যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে পরিবেশ বিপর্যয় ঠেকাতে সহায়ক হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
বক্তব্য রাখেন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম তালুকদার, প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাকির হোসেন হাজারী, দাউদকান্দি ডিজিটাল প্রেসক্লাব এর শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অধূমপায়ী ফোরাম অফ'র সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, পরিবেশকর্মী এসএম মিজান, সমাজকর্মী আসিফ কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সভাপতি সাইফুলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সমাজিক নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া